- বৈষয়িক
- মে ১০, ২০২৩
দেউলিয়া হওয়া থেকে বাঁচাতে, গো বিমান সংস্থাকে কম্পানি ল ট্রাইব্যুনালের রক্ষাকবচ
অন্তবর্তী প্রস্তাব পেশ করে ন্যাশনাল কম্পানি ল ট্রাইব্যুনাল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল গো এয়ারলাইন্স (ইন্ডিয়া) লিমিটেডের ক্ষেত্রে। এর জেরে আর্থিকভাবে ধুঁকতে থাকা ভারতীয় বিমান সংস্থা গো এয়ারলাইন্স (ইন্ডিয়া) লিমিটেডের পুনরুজ্জীবনের ব্যাপারে ন্যাশনাল কম্পানি ল ট্রাইব্যুনাল কয়েকধাপ এগোল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার ন্যাশনাল কম্পানি ল ট্রাইব্যুনাল গো এয়ারলাইন্সকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে রক্ষাকবচ জারির ক্ষেত্রে অনুমোদন দিয়েছে। এখন দেখার, দেনার হাত থেকে গো এয়ারলাইন্স (ইন্ডিয়া) লিমিটেড শেষপর্যন্ত রক্ষা পায় কিনা। গো ফার্স্ট এয়ারলাইন্স ঋণ পরিশোধ করতে অক্ষম। এজন্যে ন্যাশনাল কম্পানি ল ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিল ভারতীয় এই বিমান সংস্থা।
আর্থিকভাবে ধুঁকতে থাকা বিমান সংস্থা গো এয়ারলাইন্স (ইন্ডিয়া) লিমিটেড গো ফার্স্ট হিসেবে আত্মপ্রকাশ করেছে। ন্যাশনাল কম্পানি ল ট্রাইব্যুনাল গো ফার্স্টকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে যে রক্ষাকবচ দিয়েছে, তাকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার অথবা সিইও কৌশিক খোনা।
এই প্রথম কোনও ভারতীয় বিমান সংস্থা দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে রক্ষাকবচ চাইল। তবে কেন এই পরিস্থিতি দেখা দিল? এব্যাপারে গো ফার্স্টের তরফে অভিযোগ, সংস্থার আর্থিক বিপর্যয়ের জন্যে দায়ী বিমানের ইঞ্জিন প্রস্তুতকারক মার্কিনি সংস্থা রেথিয়ন টেকনোলজিস। তারা বিমান সংস্থাকে যে ইঞ্জিনগুলি সরবরাহ করেছে তার অধিকাংশতে বিভ্রাট রয়েছে বলে অভিযোগ। এর জেরেই বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে গো ফার্স্টকে।
এদিকে বিমানের ইঞ্জিন প্রস্তুতকারক ওই মার্কিনি সংস্থার তরফে জানানো হয়েছে, গো ফার্স্ট যে অভিযোগ করেছে, তার স্বপক্ষে এপর্যন্ত কোনও প্রমাণ ওরা পেশ করতে পারেনি।
এই পরিস্থিতিতে ন্যাশনাল কম্পানি ল ট্রাইব্যুনাল অথবা এনসিএলটি অন্তবর্তী প্রস্তাবে এও বলেছে, অবিলম্বে গো এয়ারলাইন্সের পরিচালনার ভার পেশাদারদের হাতে তুলে দিতে হবে। এছাড়া গো ফার্স্টের ঋণ স্থগিত রাখারও নির্দেশ দিয়েছে এনসিএলটি।
❤ Support Us