Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১৫, ২০২২

ফিনল্যান্ডে আবার নতুন রেকর্ড গড়লেন নীরজ চোপড়া।

আরম্ভ ওয়েব ডেস্ক
ফিনল্যান্ডে আবার নতুন রেকর্ড গড়লেন নীরজ চোপড়া।

জ্যাভলিন থ্রোয়ে আবার দেশের মুখ উজ্জ্বল করলেন অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া। ছাপিয়ে গেলেন নিজেকেই । পাভো লুরমি গেমসে তাঁর হাত ধরেই তৈরি হল নতুন জাতীয় রেকর্ড। গত বছর মার্চে পাটিয়ালায় ৮৮.০৭ মিটার জ্যাভলিন থ্রো করে রেকর্ড গড়েছিলেন নীরজ। এবার সেই রেকর্ডকেই টপকে গেলেন। ফিনল্যান্ডের প্রতিযোগিতায় ৮৯.৩০ মিটার থ্রো করেন তিনি। আর তাতেই তৈরি হল নতুন নজির। প্রসঙ্গত, টোকিও অলিম্পিকে ৮৭.৫৮ মিটার থ্রো করেই সোনা জিতেছিলেন নীরজ। এদিন রেকর্ড দূরত্ব অতিক্রম করে তাঁর ঝুলিতে এল রুপো। গত বছর আগস্টে অলিম্পিকে সোনা জয়ের পর এটাই তাঁর প্রথম পদক।

স্বাভাবিকভাবেই নিজের পারফরম্যান্সে খুশি নীরজ। তবে সোনা হাতছাড়া হওয়ার আক্ষেপও রয়েছে । ৮৯.৮৩ মিটার জ্যাভলিন থ্রো করে এই ইভেন্টে সোনার পদক পেলেন ফিনল্যান্ডের ঘরের ছেলে অলিভার হেলান্ডার।

এই প্রতিযোগিতায় ৮৬.৯২ মিটার থ্রো করে খাতা খোলেন নীরজ। এরপর ছোঁড়েন ৮৯.৩০ মিটার। পরের তিনটি থ্রো অবশ্য ফাউল হয় তাঁর। ষষ্ঠ তথা শেষ থ্রো করেন ৮৫.৮৫ মিটার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নীরজ জানিয়েছিলেন, অতিরিক্ত চাপ নিয়ে ৯০ মিটারের গণ্ডি পেরতে চান না তিনি। বরং ধীরে ধীরে সেই লক্ষ্যে পৌঁছবেন। জুলাইয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপকেই পাখির চোখ করছেন তিনি। সেখানে নজির গড়ে দেশকে আবার পদক এনে দিতে বদ্ধ পরিকর। তার আগে ফিনল্যান্ডের এই সাফল্য নিঃসন্দেহে অক্সিজেন জোগাবে নীরজকে। রুপো জিততেই আরও একবার সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসলেন তিনি। শনিবার ফিনল্যান্ডেই কোর্টেন গেমসের মঞ্চে নামবেন তিনি। চলতি মাসেই আবার ডায়মন্ড লিগের স্টকহোম লিগে অংশ নেবেন ভারতের ‘সোনার ছেলে’।


❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!