- দে । শ
- ফেব্রুয়ারি ৮, ২০২২
আজ প্রপোজ ডে। উষ্ণতায় মশগুল তারুণ্য ।

গতকাল ছিল রোজ ডে । আজ প্রপোজ ডে । সপ্তাহজুড়েই উদযাপিত হবে প্রেম উৎসব । ভ্যালেনটাইন ডে ১৪ ফেব্রুয়ারি । ভেতরের অনুভূতি বাইরে বেরিয়ে আসে প্রেম নিবেদনে—এটাই ৮ ফেব্রুয়ারির তাৎপর্য। যাকে শয়নে-স্বপনে দেখি, তাকেই প্রকাশ্যে জানিয়ে দিই না বলা বাণি-র সকল আর্তি। দিনটি নিয়ে আজ মশগুল নেট দুনিয়ার তারুণ্য । বাহ, অপরূপের দুনিয়া! ফুরফুরে হাওয়া বইছে । শীতের আমেজে উষ্ণতার স্পর্শ ।
❤ Support Us