- পুঁথিঘর ব | ই | চ | র্যা
- ফেব্রুয়ারি ২০, ২০২৩
মইনুল হাসানের আরো দুটি গুরুত্বপূর্ণ বই— বিদ্রোহী কবিতার শতবর্ষ এবং ফেলে আসা দিনের কথা

কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি, বিদ্রোহী নিয়ে এত বিশদ, এত প্রগাঢ় বিশ্লেষণ এই প্রথম। তথ্য প্রমাণে ঠাসা, তুলনামূলক সাহিত্যের দ্যুতিতে পরিপূর্ণ। আমেরিকান ঋষি কবি ওয়ালট হুইট ম্যানের(১৮১৯-১৮৯২) song of my self (১৮৫৫) এর সঙ্গে বিদ্রোহীর সাদৃশ্য খুঁজে দেখা, খুঁজে পাওয়ার বিরল, দুঃসাহসী পর্যবেক্ষণ দেখা যায়নি ইতিপূর্বে। ময়নুল হাসান বুঝিয়ে দিলেন, কেবল ইতিহাস আর সমাজতত্ত্ব নয়, তুলনামূলক সাহিত্যও তাঁর বইচর্যার, তাঁর অধীত বিষয় আশয়।বইটি বিদ্রোহীর একক আলোচনাকে অতিক্রম করে হয়ে উঠেছে সমগ্র নজরুলসত্তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ।
ফেলে আসা দিনের কথায় তথাকথিত স্মৃতিচারণার আমি আর আমিত্বকে নাকচ করে স্মৃতির গ্রাম, শৈশব, উদীয়মান যৌবন আর ছাত্রবয়সের রাজনীতিকে স্পর্শ করেছেন স্থিতধী ময়নূল হাসান। এখানে তিনি যেমন নৈব্যর্ক্তিক, তেমনি বৃহত্তর সমাজতত্ত্বের নিরপেক্ষ সহচর। গ্রন্থ দুটির প্রকাশক সূত্রধর।
❤ Support Us