Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ১৮, ২০২২

উত্তরপ্রদেশ বিধান সভা ভোট ২০২২।

উত্তরপ্রদেশ বিধান সভা ভোট ২০২২।

৮ ফেব্রুয়ারি ভোট প্রচারে উত্তরপ্রদেশে ভার্চুয়ালি উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সঙ্গে থাকবেন অখিলেশ যাদব । সাংবাদিক বৈঠকও করবেন তৃণমূল নেত্রী। আজ কালীঘাটে মমতার সঙ্গে বৈঠকের পর একথা জানালেন সমাজবাদী পার্টি নেতা কিরণময় নন্দ—ভোট প্রচারের ভার্চুয়াল সভার একটি হবে লখনউতে অন্যটি বারাণসীতে। প্রচারে ভীষণ কড়াকড়ি। পাঁচ জনের বেশি সভায় উপস্থিত থাকতে পারবেন না। এরকম ভোট আমি দেখিনি । নরেন্দ্র মোদীর সভায় লোক হচ্ছে না। অখিলেশের সমাবেশে
মানুষের ঢল নামছে । বিজেপি আতঙ্কিত ।

কৃষক আন্দোলনের সাফল্যের পর থেকে উত্তরপ্রদেশে বিজেপির পায়ের তলার জমি সরে গেছে । বিভিন্ন অপকাণ্ড, সঙ্ঘর্ষে গুপ্ত হত্যা , ধর্ষণ এবং সংখ্যালঘুর বিরুদ্ধে উস্কানির ঘটনা গেরুয়া শিবিরকে বেকায়দায় ফেলে দিয়েছে । দ্বিতীয়ত, পরপর অনগ্রসর শ্রেণীর মন্ত্রী ও বিধায়কদের বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগদানে বিজেপির অস্বস্তি বাড়ছে । তৃতীয়ত, কংগ্রেসের ভোটপ্রচারের নেতৃত্বে প্রিয়াঙ্কার আবির্ভাবে কংগ্রেস উজ্জীবিত । আম আদমি পার্টিও আসরে নেমে পড়েছে । তারা ৪০৩ অসনে প্রতিদ্বন্দ্বিতা করবে । প্রার্থী তালিকায় গুরুত্ব দিয়েছে সমাজের সব স্তরকে । এসব কারণেই আসন্ন নির্বাচনে বিজেপির জয় অনিশ্চিত ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!