Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ২৭, ২০২৩

“সারদার প্রমাণ লোপাটের পুরস্কার দিলেন মমতা’’, রাজীর কুমার ডিজিপি হওয়ায় বিরোধীদের তীব্র কটাক্ষ

আরম্ভ ওয়েব ডেস্ক
“সারদার প্রমাণ লোপাটের পুরস্কার দিলেন মমতা’’,  রাজীর কুমার ডিজিপি হওয়ায়  বিরোধীদের তীব্র কটাক্ষ

“সারদার প্রমাণ নষ্ট করে রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও বাইরে থাকার সুযোগ করে দিয়েছেন। তিনি প্রতিদান দিচ্ছেন। আমি সিবিআই-কে বলব, সুপ্রিম কোর্টে মামলা উঠছে না কেন? সুপ্রিম কোর্টে যা মামলা পড়ে রয়েছে, তা তোলার ব্যবস্থা করুন। নইলে আমরা বাংলার মানুষ সুপ্রিম কোর্টে মামলা তোলার জন্য যা করার করব”, রাজীব কুমার বুধবার রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য পুলিশের ডিজি হয়েছেন, আর তার পরে এই ভাবেই রাজীব কুমারের ডিজিপি হওয়ার সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা, প্রাক্তন তৃণমূল মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

বুধবার বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে নিয়োগের কথা জানানো হয়েছে। আর তার পরই রাজ্য রাজনীতিতে জোর কাজিয়া শুরু হয়েছে। সারদাকাণ্ডে রাজ্য পুলিশের গঠিত সিটের দায়িত্বে ছিলেন রাজীব কুমার। সাক্ষী হিসেবে পরবর্তী কালে বার বার তাঁকে তলব করে সিবিআই। তিনি নথিপত্র লুকিয়ে রেখেছেন বলে অভিযোগ ওঠে। সেই রাজীবকুমারকে রাজ্যের ডিজি করে মুখ্যমন্ত্রী মমতা প্রমাণলোপাটের পুরস্কার দিলেন বলে দাবি করছেন বিরোধীরা।

বুধবারই রাজ্য পুলিশের বর্তমান ডিজি মনোজ মালব্যের মেয়াদ শেষ হয়। আর এই একই দিনে রাজীব কুমারের ডিজিপি পদ প্রাপ্তির কথা নবান্নের তরফে ঘোষণা হল। মনোজকে আগামী তিন বছরের জন্য রাজ্য পুলিশের উপদেষ্টা করার কথাও জানানো হয়েছে রাজ্যের তরফে। বিষয়টি সামনে আসতেই রাজ্যের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। লোকসভা নির্বাচনের আগে রাজীব কুনারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবে বলেও বিরোধীদের দাবি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!