Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১৩, ২০২২

রামিজ রাজাকে উপহাস করলেন মহিলা উপস্থাপিকা!‌

আরম্ভ ওয়েব ডেস্ক
রামিজ রাজাকে উপহাস করলেন মহিলা উপস্থাপিকা!‌

নিজের দেশের মহিলা উপস্থাপিকার কাছে ট্রোলড হলেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা!‌ হ্যাঁ, এটাই সত্যি। রামিজ রাজাকে উপহাস করা হয়েছে বিরাট কোহলি ও ভারত সম্পর্কে মন্তব্য করার জন্য।

প্রায় তিনবছর পর এশিয়া কাপে জীবনের ৭১তম সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। তাঁর এই সেঞ্চুরি নিয়ে ভারতের মিডিয়ায় প্রচুর লেখালেখি হয়েছিল। এমনকি এশিয়া কাপে ভারত ব্যর্থ হলেও সে দেশের মিডিয়া প্রশংসা করেছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা চান, পাকিস্তানের মিডিয়াও তাঁদের দেশের ক্রিকেটারদের নিয়ে ওইরকমভাবে লেখালেখি করুক, নিজেদের দলের পাশে দাঁড়াক। এইরকম কথা বলে দেশের এক টিভি অ্যাঙ্করের ট্রোলের শিকার হয়েছেন রামিজ রাজা।

কোহলির ৭১তম আন্তর্জাতিক সেঞ্চুরি ভারতে যেভাবে উদযাপন করা হয়েছিল, পাকিস্তানে সেরকম ঘটে না। রামিজ রাজা এমনই কথা বলেছিলেন। সেই কথার পরিপ্রেক্ষিতে সামা টিভির একজন মহিলা উপস্থাপিকা বলেন, ‘‌এর কারণ কোহলি তিন বছর ধরে আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি করেননি। যদি করতেন, তাহলে ৭১তম সেঞ্চুরি এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠত না।’‌

রামিজ রাজা ওই উপস্থাপিকার কথার জবাব দিয়ে বলেন, ‘‌কী কথা বলছ? ওই ম্যাচে কোহলির চারটি ক্যাচ পড়েছিল। তাও আফগানিস্তানের মতো দলের বিপক্ষে। আমার কথা হল, কোনও পাকিস্তানী ব্যাটার যদি সেঞ্চুরি করে তাহলে মিডিয়াতে সেভাবে প্রচার করা হয় না কেন?’‌ তখন অ্যাঙ্কর পাল্টা যুক্তি দিয়ে বলেন, ‘‌সেই চারটি ক্যাচ ফেলাকে তো আমি প্রকৃতির নিয়ম (‌কুদরত কা নিজাম)‌ বলব। এই প্রকৃতির নিয়ম আজকাল খুব  বিখ্যাত।’‌ সম্প্রতি ইংল্যান্ডের কাছে সদ্যসমাপ্ত টি ২০ সিরিজে হারের পর পাকিস্তানের প্রধান কোচ সাকলাইন মুস্তাক ‘‌‌কুদরত কা নিজাম’ শব্দটি ব্যবহার করেছিলেন । অ্যাঙ্করের কথা শুনে মনে হয়েছে, তিনি তাঁর কথার মাধ্যমে প্রধান কোচকেও উপহাস করেছেন।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!