Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ২৭, ২০২২

ড্রোন উড়িয়ে গোপনে নজর রাখি, কোথায় কাজ হচ্ছে, কোথায় ফাঁকিবাজি: মোদি

আরম্ভ ওয়েব ডেস্ক
ড্রোন উড়িয়ে গোপনে নজর রাখি, কোথায় কাজ হচ্ছে, কোথায় ফাঁকিবাজি: মোদি

আজ নয়াদিল্লিতে ভারত ড্রোন মহোৎসবে গোপন কথা ‘ফাঁস’ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, কোথাও কেউ কাঁজে ফাঁকি দিচ্ছেন কি না, ড্রোন উড়িয়ে সব চুপিচুপি নজর রাখি। কাজে ফাঁকি দেওয়া তাঁর না-পসন্দ। কেউ ফাঁকি দিলেই তিনি ‘ডিজিটাল চোখে’ তা নজরবন্দি করেন। তিনি নিজেও কাজ পাগল মানুষ । দিন-রাত এক করে কাজ করেন। তাই অন্যদেরও কাজে উৎসাহিত করেন । কোথাও কোনও গলদ নজরে এলেই তা শুধরে দেওয়া, প্রয়োজনে পদক্ষেপ নেওয়া থেকেও পিছপা হন না। কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে তো তাঁর পক্ষে নজরদারি চালানো সম্ভব নয় । তাই এ বার নজরদারি চালাতে ড্রোনের সাহায্যও নিতে হচ্ছে প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, ‘ড্রোনের মাধ্যমে সব নজরে রাখি, কোথায় কাজ হচ্ছে, আর কোথায় ফাঁকিবাজি।’

মোদি আরও বলেন, ‘বিপর্যয় মোকাবিলা, কৃষিক্ষেত্র, নজরদারি চালানো, এমনকি পর্যটনের ক্ষেত্রেও আগামী দিনে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জনসেবামূলক কাজে একটা বিপ্লব আনবে ড্রোন।’ কোথায় কী কাজ হচ্ছে তার একটা নজরাদারি চালাতে ড্রোনে তোলা ছবিই যথেষ্ট এবং ভরসা যোগ্য বলেই মনে করেন মোদি। দেশের উন্নয়নমূলক কাজে পর্যবেক্ষণ চালাতে ড্রোন আগামী দিনে বিশাল ভূমিকা পালন করবে এমনটাই বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।


❤ Support Us
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
error: Content is protected !!