- দে । শ স্মৃ | তি | প | ট
- সেপ্টেম্বর ২৮, ২০২৩
প্রয়াত ‘সাহিত্য’ স্রষ্টা, কবি বিজিৎকুমার

প্রয়াত সাহিত্য পত্রিকার সম্পাদক আর বিশিষ্ট কবি বিজিৎকুমার ভট্টাচার্য । বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে সল্টলেকের এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অশীতিপর কবি । বেশ কিছুদিন ধরেই ক্যানসার সহ বিভিন্ন শারিরীক সঙ্কটে আক্রান্ত ছিলেন বাংলা কবিতার অন্যতম উজ্জ্বল প্রতিনিধি । শনিবার রাতে মেডিকেল সাপোর্ট প্রত্যাহার করে ভেন্টিলেশন থেকে বাইরে নিয়ে আসা হয় তাঁকে ।
বিজিৎবাবুর জন্ম বৃহত্তর সিলেটের করিমগঞ্জে । লেখাপড়া জন্মাঞ্চলের গ্রামে, শিলং ও গুয়াহাটিতে । পদার্থবিদ্যা নিয়ে পড়াশুনো করেছেন । হাইলাকান্দির শ্রীকৃষ্ণ সারদা কলেছে পদার্থ বিজ্ঞান পড়াতেন । কলেজের ক্যাম্পাস সংলগ্ন একটুকরো জমিতে ছিল তাঁর বাসস্থান, কবিতাচর্চা আর ফুলচর্চার মনোহর চত্বর । এখানেই গড়ে ওঠে সাহিত্য পত্রিকার দফতর । শিখা ভট্টাচার্য কেবল তাঁর জীবনসঙ্গী নন, মননেরও প্রতিনিয়ত সহযাত্রী । তাঁদের দুই সন্তান । মেয়ে বিবাহিত । ছেলে সর্বক্ষণের এসইউসি কর্মী । বিজিৎ বাবুর চিন্তা ভাবনায় জুড়ে থাকতেন মার্কস ও অ্যাঙ্লেস আর এসইউসির প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষ । তাঁদেরই আদর্শের চারা রোপন করেছিলেন বিজিৎ ভট্টাচার্য তাঁর কবিতায়, প্রবন্ধে এবং আত্মকথনে । বামপন্থী মতাদর্শে প্রবলভাবে উদ্দীপ্ত ছিল তাঁর ভাবাবেগ । সে ভাবাবেগকে কবিতার শরীর আত্মায় মাত্রারিক্ত প্রশ্রয় দেননি কখনো, বরাক উপত্যকার কবিতাচর্চার চিত্তজয়ী পুরোহিত । কবিতার শুদ্ধতা রক্ষায় বরাবর আপোসহীন তাঁর মনোভাব, তাঁর সূক্ষ্মতা ।
❤ Support Us