শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
রেখাচিত্র: দেবব্রত
যদি তোমার নাম দিই পোড়া শিরদাঁড়া
তবে ইতিহাস তোমার কথা মনে রাখবে না
ক্ষয়ে ক্ষয়ে যাবে তোমার ধর্ম, তোমার ঈশ্বর ।
মানুষ জিতে নিতে চায় জীবনের ষোলআনা
অথচ
আমরা কেউ বাঁচতে আসেনি
একটু দাঁড়াও সূর্যের চোখ থেকে ঝড়ে পড়বে অশ্রু ।
একটা কঙ্কালকে হেঁটে যেতে দেখি
নাস্তিকের দিকে
নাস্তিকের চোখে মৃত্যু নেই
তোমার চোখে মৃত্যু আছে
তুমি দাঁড়াও ।
একটা শুকনো নদী চোখের কোণে জেগে উঠার স্বপ্ন দেখে
আবছা আবছা নিরহ মুখ
থেমে যায় মাটির কাছে
একবিন্দু অশ্রুতেই শুরু হতে পারে ঈশ্বরের সাধনা
তবে একটা পোড়া রুটিতে লেখা থাক তাদের নাম
যাদের হৃৎপিণ্ড মাটি দিয়ে গড়া।
শহরের ইটের দাঁতে লেগে রক্ত
যেখানে তারারা প্রতিদিন এসে ধর্ষিত হয়
মিছিলে এসে সাদা জামাটা লাল।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34