- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৭, ২০২৫
ইন্ডিয়া ওপেনের শেষ আটে পিভি সিন্ধু

কিছুদিন আগেই দ্বিতীয় ইনিংস শুরু করেছেন পিভি সিন্ধু। বিবাহবন্ধনে আবদ্ধ হলেও তাঁর পারফরমেন্সে যে ভাঁটা পড়েনি, ইন্ডিয়া ওপেন সুপার ৭৫০ টুর্নামেন্টেই প্রমাণ করে দিলেন। বিয়ের পর কোর্টে নেমেই ইন্ডিয়া ওপেনে মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় এই ব্যাডমিন্টন তারকা।
দিল্লির ইন্দিরা গান্ধি ইন্ডোর স্টেডিয়ামে প্রি–কোয়ার্টার ফাইনালে সিন্ধু হারিয়েছেন বিশ্বের ৪৬ নম্বর খেলোয়াড় জাপানের মানামি সুইজুকে। খেলার ফল ২১–১৫, ২১–১৩। মাত্র ৪৬ মিনিটেই প্রতিপক্ষকে উড়িয়ে দেন। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে স্বভাবতই খুশি সিন্ধু। তিনি বলেন, ‘বিয়ের পর এটা আমার প্রথম টুর্নামেন্ট। ছন্দ ধরে রাখতে পেরে আমি খুশি। সুইজুর বিরুদ্ধে এদিনই প্রথম খেললাম। কয়েকটি লম্বা র্যালি হয়েছে। নিজের সেরাটা দিতে পেরে ভাল লাগছে।’
কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষর মুখোমুখি হতে হবে সিন্ধুকে। সামনে চতুর্থ বাছাই ইন্দোনেশিয়ার গ্রেগরিয়া মারিসকা তুনজুং। যদিও মুখোমুখি লড়াইয়ে গ্রেগরিয়াকে ১৩ বারের মধ্যে ১০ বারই হারিয়েছেন সিন্ধু। গত বছর ডেমমার্ক ওপেনের কোয়ার্টার ফাইনালে শেষ সাক্ষাৎকারে অবশ্য বর্তমানে বিশ্বের পাঁচ নম্বরে থাকা গ্রেগরিয়ার কাছে হারতে হয়েছিল সিন্ধুকে। গতবছর নভেম্বরে সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল খেতাব জেতেন সিন্ধু। মালয়েশিয়া ওপেনে অবশ্য খেলতে পারেননি।
এদিকে, পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন কিরণ জর্জ। ফ্রান্সের অ্যালেক্স লাইনারকে হারিয়েছেন ২২–২০, ২১–১৩ ব্যবধানে। ডাবলসে, প্রথম গেম হেরেও শেষ আটে চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি জুটি। হারিয়েছে জাপানের কেনিয়া মিৎসুহাশি ও হিরোকি ওকামুরা জুটিকে। প্রথম গেম ২২–২০ ব্যবধানে হেরে যান চিরাগরা। দ্বিতীয় ও তৃতীয় গেমে জেতেন ২১–১৪, ২১–১৬ ব্যবধানে। মিক্সড ডাবলসে হেরে গেছেন তানিশা ক্রাস্টো ও ধ্রুব কপিলা জুটি। অসিত সূর্য ও অম্রুতা প্রমুতেশের জুটিও ছিটকে গেছে। মহিলাদের ডাবলসে হতাশ করল ঋতুপর্ণা পাণ্ডা ও শ্বেতাপর্ণা পাণ্ডার জুটি।
❤ Support Us