- এই মুহূর্তে
- এপ্রিল ১৪, ২০২২
কাউন্টডাউন শুরু ! জমে উঠেছে আসর । ‘রালিয়ার’ বিয়ের অনুষ্ঠান ঘিরে উদ্দীপনার পারদ তুঙ্গে ।
টানা প্রায় পাঁচ বছরের ডেটিংয়ের পর আজ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর কাপুর আর আলিয়া ভাট! শুধু বলিউড নয়, গোটা দেশের নজর এখন সেই বিয়ের দিকেই। আজ, ১৪ এপ্রিল, বেলা দুটোয় শুরু হতে চলেছে বিয়ের মূল অনুষ্ঠান।
গতকালই মুম্বাইয়ের পালি পাহাড়ে রণবীর কাপুরের বাসভবন বাস্তুতে প্রাক-বিবাহের উৎসব অনুষ্ঠিত হয়। করিনা-কারিশমা কাপুর, করণ জোহর, মহেশ ভাট, অয়ন মুখোপাধ্যায় এবং অন্যান্য ঘনিষ্ঠজনেরা আর-কে হাউসে পৌঁছেছেন ইতিমধ্যেই। বুধবারই বাড়িতে আসতে শুরু করেছেন অতিথিরা। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আলিয়া ভাটের দুই হবু ননদ, করিশ্মা কাপুর ও করিনা কাপুর।
ইতিমধ্যেই সঙ্গীত ও মেহেন্দির টুকরো ছবি ভেসে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আজ বিয়ের আসরে উপস্থিত থাকবেন শাহরুখ, আমিরসহ বলিউডের খ্যাতানামা তারকারা । বিয়ের আসরে চাঁদের হাট বসবে। চিত্র সাংবাদিকরা তারকাদের ছবি তুলতে রণবীর আলিয়ার বাড়ির সামনে হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছেন । কোনও অঘটন যাতে না ঘটে তার জন্য জারি বানতি পুলিসি সতর্কতা।ক’দিন যাবৎ বিয়ের দিন নিয়ে নানা সংশয় এবং দ্বিধা তৈরি হয়েছিল অনুরাগী এবং ভক্ত মহলে। সেই সমস্ত সংশয়ের অবসান ঘটিয়ে নীতু কাপুর মুম্বইয়ের সংবাদমাধ্যমকে জানালেন, বিয়ের পাগড়ি পরা উৎসব শুরু হবে সকাল ১১টায়। মহরৎ এবং ‘ফেরে’ নেওয়া হবে দুপুর ২টো থেকে ৩টের মধ্যে।
আলিয়াকে সাদরে গ্রহণ করে নিয়েছেন শাশুড়ি মা নীতু কাপুর। আলিয়া প্রসঙ্গে বলতে গিয়ে তিনি সহাস্য মুখে জানিয়েচেন, ‘আলিয়া বেস্ট বউ।’ আর পাশে দাঁড়িয়ে থাকা ননদ রিদ্ধিমা কপূর সহানি জানিয়েছেন, আলিয়ার মতো ‘মিষ্টি মেয়ে’ আর কেউ নেই। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। ইতিমধ্যে নিয়ম মেনে হাতে মেহেন্দি লাগিয়েছেন পাত্রীর বাবা মহেশ ভট্ট।
❤ Support Us