- বি। দে । শ
- মে ২৫, ২০২৪
১০ টাকার দুর্লভ ভারতীয় নোটের নিলাম এবার লন্ডনে

নিলামে উঠছে ১৯১৮ সালে ভারতীয় ১০ টাকার দুটি দুর্লভ নোট। আগামী বুধবার এই নোট দুটি নিলামে তুলছে লন্ডনের নুনানস মেফেয়ার নিলাম হাউস। ওয়ার্ল্ড ব্যাঙ্কনোট বিক্রির অংশ হিসেবে নোটগুলি নিলামে তোলা হচ্ছে। নিলাম সংস্থার অনুমান একে একটা নোটের দর উঠবে ২০০০ থেকে ২৬০০ ব্রিটিশ পাউন্ড।
১৯১৮ সালে তৎকালীন বোম্বে থেকে লন্ডনে যাচ্ছিল একটা জার্মান ইউ–বোট। মোরব্বা, গোলাবারুদসহ আরও সামগ্রী ছিল জাহাজটিতে। ২ জুলাই জাহাজটি ডুবে যায়। এসেস শিরালার নামে সেই জাহাজের ধ্বংসাবশেষ থেকে ব্যাঙ্কনোটগুলি উদ্ধার হয়। এই নোটগুলির ওপর ১৯১৮ সালের ২৫ মে তারিখের উল্লেখ ছিল।
নুনানসের বিশ্বব্যাপী নিউমিসমেটিক্সের প্রধান থমাসিনা স্মিথ বলেছেন, ‘মোরব্বা থেকে গোলাবারুদ ও অন্যান্য পণ্যসামগ্রী নিয়ে বোম্বে থেকে লন্ডন যাওয়ার পথে একটা জার্মান ইউ–বোট ডুবে যায়। অনেক নোট তীরে ভেসে ওঠে। যার মধ্যে স্বাক্ষরবিহীন ৫ এবং ১০ টাকা ছিল। ১ টাকার নোটগুলি স্বাক্ষরিত ছিল। অধিকাংশ নোট উদ্ধার করা হয়েছিল এবং পরবর্তীতে কর্তৃপক্ষ সেগুলি নষ্ট করে দেয়। তার জায়গায় নতুন নোট ছাপানো হয়েছিল। তবে খুব কম সংখ্যকই কয়েকজনের কাছে থেকে যায়।’ স্মিথ বলেছেন যে, তিনি আগে কখনও এই ধরণের নোট দেখেননি।
ওই ১০ টাকার দুটি নোট ছাড়াও ব্রিটিশ ঔপনিবেশিক প্শাসনের অধীনে ভারত সরকারের একটা বিরল ১০০ টাকার নোটও নিলামে তোলা হবে। যার দর উঠতে পারে ৪৪০০ থেকে ৫০০০ ব্রিটিশ পাউন্ড। এই ১০০ টাকার নোটটি কলকাতা থেকে স্বাক্ষরিত এবং স্ট্যাম্প করা হয়েছে। তারিখ উল্লেখ রয়েছে ১৯১৭ থেকে ১৯৩০ সালের মধ্যে। নোটটিতে হিন্দি এবং বাংলাসহ বিভিন্ন ভারতীয় ভাষায় ১০০ টাকা লেখা আছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, পারস্য উপসাগরীয় ইস্যু, আইকনিক অশোক প্রতীক সম্বলিত ১৯৫৭–৬২ তারিখের সমন্বিত ৫ টাকার একটা নোটও নিলামে তোলা হবে। আনুমানিক দল হতে পারে ২২০০ থেকে ২৮০০ ব্রিটিশ পাউন্ড।
❤ Support Us