Advertisement
  • বৈষয়িক
  • সেপ্টেম্বর ৩০, ২০২৩

২,০০০ টাকার নোটের মেয়াদ আজই শেষ হচ্ছে না, আরও এক সপ্তাহ জীবন্ত থাকবে এই নোট, জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
২,০০০ টাকার নোটের মেয়াদ আজই শেষ হচ্ছে না, আরও এক সপ্তাহ জীবন্ত থাকবে এই নোট, জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

আজই ২০০০ টাকার মেয়াদ শেষের দিন ছিল। আচমকা ২০০০ টাকার নোটের বিনিময়ের সোমেসিবা বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাই এখন যদি হঠাৎ আপনার মানি ব্যাগে বা আলমারির কাপড়ের ভাঁজে কোথাও ২,০০০ টাকার নোট খুঁজে পান, তাহলে তাকে ব্যবহার করে পুজোর আগে পছন্দের কিছু কিনতে আপনি পারবেন। কারণ ২,০০০ টাকার নোট জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল।

২,০০০ টাকা নোট জমা দেওয়ার শেষ দিন হলেও তার মেয়াদ আরও  এক সপ্তাহ বাড়ানো হচ্ছে বলে ঘোষণা করল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ যদি কারও কাছে আজকের পরও ২,০০০ টাকার নোট থাকে, তাহলেও তাঁকে চিন্তা করতে হবে না। সেই ২,০০০ টাকার নোট জমা দেওয়ার জন্য আরও এক সপ্তাহ বেশি সময় পাবেন।

কতদিনের মধ্যে ২,০০০ টাকার নোট জমা দিতে হবে? ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আগামী ৭ অক্টোবরের অর্থাৎ শনিবারের  মধ্যে ২,০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দিতে হবে বা পালটে নিতে হবে। অর্থাৎ ৩০ সেপ্টেম্বর যে সময়সীমা শেষ হচ্ছিল, সেই সময়সীমার মায়েদ আরও এক সপ্তাহ বাড়ানো হল।

শনিবার বিকেলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, “যেহেতু ২,০০০ টাকা জমা দেওয়ার মেয়াদ শেষ হতে চলেছে এবং পর্যালোচনার ভিত্তিতে ঠিক করা হয়েছে যে  আগামী ৭ অক্টোবর পর্যন্ত ২,০০০ টাকার নোট জমা দেওয়া যাবে বা পালটে নেওয়া যাবে।”
এক্ষেত্রেও সেই অবাস্তব সিদ্ধান্ত নীল কেন্দ্রের সরকার এবং রিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে সেই সিদ্ধান্ত কার্যকর করল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!