- দে । শ
- এপ্রিল ৬, ২০২৩
রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা, এখনি বাড়ছে না রেপো রেট। ৬.৫ শতাংশেই স্থির থাকছে সুদের হার। কিছুটা স্বস্তিতে আমজনতা
আশা জাগিয়েও গভর্নরের সতর্কবার্তা, আর্থিক পরিস্থিতি খারাপ হলে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত রিজার্ভ ব্যাঙ্ক
সবাইকে চমকে দিয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়ো ঘোষণা,আর রেপো রেট বাড়ানো হবে না । বৃহস্পতিবার তিন দিনের মনিটারি পলিসি কমিটির বৈঠক শেষে গভর্নর শক্তিকান্ত দাস কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্তের কথা জানান। গত এক বছরে দু’মাস অন্তর রেপো রেট বাড়িয়ে ২৫০ বেসিস পয়েণ্টে স্পর্শ করেছে। শতাংশের বিচারে যা ৬.৫%। রেপো রেট বাড়লে ঋণ গ্রহীতারা উচ্চ হারে ঋণশোধ করতে গিয়ে অসুবিধার মুখে পড়েন। কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্ত তাঁদের আপাতত খানিকটা স্বস্তি দিল।
কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, সংকটের মুখে পড়ে সারা বিশ্বে কেন্দ্রীয় ব্যাংক গুলো সুদের হার বাড়িয়ে চলেছে। ভারত স্রোতের বিপরীতে গিয়ে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল। তবে তিনি এ সাবধানবাণীও শুনিয়েছেন পরিস্থিতি যদি গুরুতর হয়, তাহলে ভবিষ্যতে যে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত তাঁরা। অর্থনীতিবিদ আচলা জেঠমালানি জানিয়েছেন, মুদ্রাস্ফীতির বর্তমান যা অবস্থা ও বিশ্ব বাজারের পরিস্থিতি যেভাবে শোচনীয় হয়ে উঠছে তাতে আগামী অর্থবর্ষের দ্বিমাসিক হারে ০.২৫ শতাংশ বৃদ্ধির পথে হাঁটবার কথা চিন্তাভাবনা করতে পারেন মনিটারি পলিসি কমিটির সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা।।
❤ Support Us