- বৈষয়িক
- ডিসেম্বর ৮, ২০২৩
রেপোরেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক
আবার রেপোরেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। আজ রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে রেপোরেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাৎ আগের বারের ৬.৫ শতাংশই রাখা হয়েছে রেপোরেট।
আজ রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির বৈঠকে হাজির ছিলেন ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসম সেই বৈঠকেই রেপোরেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরে রেপোরেট বাড়ায়নি রিজার্ভ ব্যাঙ্ক।আগে যে ৬.৫% ছিল তাই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বৈঠকে মুদ্রাস্ফীতি নিয়েও আলোচনা হয়। গত কয়েক মাসে দেশে মুদ্রাস্ফীতি হলেও ২০২৩-২৪ অর্থবছরে মুদ্রাস্ফীতির হার ৫.৪ শতাংশ রাখা হয়েছে। বাজারে কাঁচা সবজি থেকে বিভিন্ন জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বাড়লেও রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রাস্ফীতি তেমনভাবে বাড়েনি। যথেষ্ট নিয়ন্ত্রণেই রয়েছে। তবে সাধারণ মানুষের ক্ষেত্রে এই মুদ্রাস্ফীতির বিষয়টা কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন রয়েছে। সম্প্রতি ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের কারণে ফসলের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। ফলে জিনিসপত্রের দাম আরও বাড়বে। রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট না বাড়ানোয় সাধারন মানুষের ছুটা স্বস্তি মিলবে। রেপোরেট না বাড়ায় গাড়ি-বাড়ি প্রভৃতি ক্ষেত্রে ইএমআই বাড়বে না।
রেপোরেট না বাড়ালেও ২০২৪ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির আভাস দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। আসন্ন অর্থ বছরে জিডিপি ৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সামনের বছর লোকসভার নির্বাচন সে কথা মাথায় রেখেই হয়তো রেপোরেট বাড়ানো হয়নি। এমনই মনে করছে ওয়াকিবহল মহল।
❤ Support Us