- ব | ই | চ | র্যা রোব-e-বর্ণ
- জুলাই ৭, ২০২৪
আকালে বৌদ্ধিক আলো

গহন (শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক) পত্রিকার প্রথম সংখ্যা জানুয়ারি, ২০২২ এবং দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয় জানুয়ারি,২০২৩ -এ। বিষয়ভিত্তিক সাময়িকীর প্রথম সংখ্যার বিষয় ‘তত্ত্ব ও বাংলা সাহিত্য। ‘সম্পাদক মোস্তাক আহমেদ তাঁর সম্পাদকীয়তে সংশয়হীন উচ্চারণে জানিয়েছেন যে, ‘তত্ত্ব বিষয়ে আমাদের অনেকের ধারণা বেশ গোলমেলে। অনেক সময়েই অস্পষ্ট, অগভীর ও বিতর্কিত।… আপাত জটিল সে তত্বকে বিষয় করেই ‘গহন’-এর প্রথম সংখ্যা।’
দ্বিতীয় সংখ্যার বিষয় বহুধা-বিশিষ্ট অধ্যাপক শিশিরকুমার দাশ। সম্পাদক বলেছেন, ‘ পত্রিকার এই সংখ্যা নিছক স্মৃতিকাতরতা বা শিশিরকুমার দাশ স্মরণ— ব্যাপারটা ঠিক এরকম নয়। বরং আমাদের প্রয়াস ছিল শিশিরকুমার দাশকে নিয়ে একটি গবেষণাকেন্দ্রিক পর্যালোচনার পরিসর তৈরি করা। ‘ দুটি সংখ্যাই নজরকাড়া।
বৃহৎ আকারের সংখ্যা দুটিতে লিখেছেন সুসাহিত্যিক, স্ব স্ব ক্ষেত্রে স্বনামধন্য গবেষক, প্রাজ্ঞ শিক্ষাবিদরা যাঁদের ভাবনাচিন্তা আমাদের সবসময় আবিষ্ট করে রাখে। ভাবনার নানা দিক উন্মোচন করে আমাদের ঋদ্ধ করে। সেসব লেখা একবার পড়ে সরিয়ে রাখার মতো নয়, বারবার কাছে টেনে নিতে হয় বিবিধ প্রয়োজনে। এমন দুটি বিশেষ সংখ্যা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সম্পাদক ও তাঁর সহযোগীদের, যাঁরা চাক বাঁধার পরিশ্রমসাধ্য কাজটি করেছেন সুনিপুণ-দক্ষতা আর অপরিসীম মমতায়।
প্রথম সংখ্যার বিষয় নির্বাচন খুবই আকর্ষণীয় । সাহিত্য আর নন্দনতত্ত্বের বিভিন্ন শাখার আলোচনা করেছেন ব্যুৎপত্তিসম্পন্ন বহু ব্যক্তি। প্রতিটি প্রবন্ধই হয়ে উঠেছে গম্ভীর, সংগ্রহযোগ্য। দ্বিতীয় সংখ্যার বিষয় যেহেতু শিক্ষা, কাব্য, গদ্য-সাহিত্য , নাটক ইত্যাদি ক্ষেত্রে উজ্জ্বল ব্যক্তি শিশিরকুমার দাশ, তাই কারও কারও লেখায় লেখায় ‘স্মৃতিকাতরতা’ থাকবে, এটা স্বাভাবিক। পাঠক হিসেবে তা আমাদের পরম প্রাপ্তি। শুধু ব্যক্তি শিশিরকুমার দাশই নন, সঙ্গে পেয়ে যাই ফেলে আসা দিনগুলির টুকরো টুকরো চিহ্ন, যা আমাদের পৌঁছে দেয় স্মৃতি-মেদুরতায়। আশা করব, ‘গহন’ -এর পরবর্তী সংখ্যাও এরকমই সুচিন্তিত ও গবেষণাধর্মী বিষয়কে কেন্দ্র করে উপস্থাপিত হবে।
চারদিকে বৌদ্ধিক আকাল চলছে । আমাদের বোধ ও বুদ্ধির শূন্যতাকে খর্ব করতে এই ধরনের পত্রিকার আয়োজন বড্ড জরুরি। অপেক্ষায় থাকলাম।
• গহন (শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক) প্রথম সংখ্যা, জানুয়ারি ২০২২ ♦ গহন (শিশির কুমার দাশ) দ্বিতীয় সংখ্যা, জানুয়ারি ২০২৩ । ₹ ৫০০, ₹ ৭৫০
সম্পাদক : মোস্তাক আহমেদ
❤ Support Us