Advertisement
  • ক | বি | তা রোব-e-বর্ণ
  • অক্টোবর ২১, ২০২৩

কবিতা

খগেশ্বর দাস
কবিতা

চিত্র: সুশান্ত চক্রবর্তী

আর্কাইভ

 
মৃত্তিকাকর্ষক ভূমিকায় জেনেছি শেকড়ের গভীরতা
অদেখা অভল স্পষ্ট করে ভূগর্ভ খনন
পরিখার অনুদিত সুপ্ত অন্তরাল ।
 
বিনির্মাণে কীভাবে কীর্তি সাজালে
বিকশিত বিভাময় নিহিত পাতাল
পর্বে পর্বে নিজেকে সাজিয়ে
সুরক্ষিত করে রাখি ব্যক্তিগত সংগ্রহের আর্কাইভ ।
 
জেনেছি গুহার গোপন সমাচার
নিপুণ সর্তকতায় দেয়ালের লিপি অনুবাদ, অনির্ণেয় সনাক্তকরণ
আলোর পরিভাষায় স্পষ্ট করে টাঙাবো দেয়ালে ।
 

♦–♦♦–♦♦–♦♦–♦


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!