Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২৬, ২০২২

রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে নারাজ লেওয়নডস্কির পোল্যান্ড

ইউক্রেনের রুশ বাহিনীর প্রতিবাদ জানাতে এই প্রন্থাই বেঝে নিয়েছে পোলিশ ফুটবল ফেডারেশন।

আরম্ভ ওয়েব ডেস্ক
রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে নারাজ লেওয়নডস্কির পোল্যান্ড

ইউক্রেনে আক্রমণের প্রতিবাদে রাশিয়ার বিরুদ্ধে খেলবে না বলে জানিয়ে দিল পোল্যান্ড। ২৪ মার্চ রাশিয়ানদের সঙ্গে পোলিশদের বিশ্বকাপের প্লে-অফ খেলার কথা ছিল। কিন্তু রাশিয়ার এহেন আক্রমণকে মেনে নেওয়া সম্ভব নয় বলেই তার প্রতিবাদে খেলা থেকে সরে দাঁড়িয়েছে পোল্যান্ড।

পোলিশ ফুটবল ফেডারেশনের সভাপতি একথা জানিয়ে বলেছেন, ‘এটাই হল প্রতিবাদ জানানোর সঠিক পদ্ধতি। ইউক্রেনে রাশিয়ানদের আগ্রাসন নীতিকে একদম মেনে নেওয়া সম্ভব নয়। তাই পোল্যান্ড ঠিক করেছে কোনওভাবে রাশিয়ার সঙ্গে বিশ্বকাপের প্লে-অফ ম্যাচ খেলবে না।’ ফেডারেশন সভাপতি সেজারি কুলেজ এক বিবৃতিতে একথা জানিয়েছেন। ফেডারেশনের সভাপতির এই বিবৃতিকে সমর্থন করেছেন পোল্যান্ডের অধিনায়ক তথা বায়ার্ন তারকা রবার্ট লেওয়নডস্কিও । তিনি বলছেন, এটাই সঠিক সিদ্ধান্ত। আমি রাশিয়ার জাতীয় দলের বিরুদ্ধে খেলার কথা এই সময় ভাবতেই পারছি না। জানি রাশিয়ার ফুটবলার বা সমর্থকরা এজন্য দায়ী নয়। কিন্তু কিছু হচ্ছে না ভেবে বসে থাকার সময় এটা নয়। ‘

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!