শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
বরিষ্ঠ রকেট বিজ্ঞানী এস সোমনাথ ইসরোর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। কে সিভানের স্থলে মহাকাশ গবেষণা বিভাগের সচিবও করা হয়েছে তাঁকে । এস সোমনাথ বিক্রম এতদিন সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর ছিলেন। তাঁর নেতৃত্বে ইসরোর কর্মসূচি ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34