Advertisement
  • প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১১, ২০২২

ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষে বিনি, বিশ্ব ক্রিকেটের পরিচালনায় কী তবে মহারাজ

ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত না থাকলে আইসিসি–র চেয়ারম্যান হতে পারেন সৌরভ ।পরবর্তী আইসিসির চেয়ারম্যান পদে তাঁর নাম প্রস্তাব করতে চায় বিসিআই ।

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষে বিনি, বিশ্ব ক্রিকেটের পরিচালনায় কী তবে মহারাজ

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে সৌরভ গাঙ্গুলির মেয়াদ ১৮ অক্টোবরই শেষ হতে চলেছে । ওই দিনই বোর্ডের বার্ষিক সাধারণ সভা । বড় কোনও অঘটন না ঘটলে ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সৌরভের স্থলাভিষিক্ত হতে চলেছেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি । মোটামুটি তাঁর প্রেসিডেন্ট হওয়া প্রায় পাকা । ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত না থাকলে আইসিসি–র চেয়ারম্যান হতে পারেন সৌরভ । সূত্রের খবর, বিসিসিআইয়ের পদ ছেড়ে এবার আইসিসির দিকে পা বাড়াচ্ছেন সৌরভ । ২০১৯ সালে বোর্ড সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক । শোনা যাচ্ছে, পরবর্তী আইসিসির চেয়ারম্যান পদে তাঁর নাম প্রস্তাব করতে চায় বিসিআই ।

বোর্ডের সব শীর্ষ কর্তাই ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গিয়েছেন । এর আগে দিল্লিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের উপস্থিতিতে বোর্ডের শীর্ষ কর্তারা ঘরোয়া বৈঠকে মিলিত হয়েছিলেন । সেই বৈঠকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী প্রশাসকদের নাম চূড়ান্ত হয় । এবার মুম্বইতে বোর্ডের শীর্ষ কর্তারা আবার মিলিত হয়েছেন । বোর্ডের নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আগে, কে কার নাম প্রস্তাব করবেন তা ঠিক করা হচ্ছে। আজ ও কাল মনোনয়ন জমা দেওয়ার দিন । ১৩ অক্টোবর মনোনয়ন পরীক্ষা করা হবে । ১৪ অক্টোবর প্রত্যাহারের শেষদিন । ১৮ অক্টোবর নির্বাচন । যা পরিস্থিতি, বোর্ডে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে । প্রেসিডেন্ট পদে রজার বিনা পাকা । সহ সভাপতি পদে থাকছেন রাজীব শুক্লাই । সচিব পদে জয় শাহ । যুগ্ম সচিবের পদে আসতে চলেছেন আসামের দেবজিৎ সাইকিয়া । কোষাধ্যক্ষ পদে অরুণ ধুমলের জায়গায় আসতে চলেছেন আশিস সেলার । আর অরুণ ধুমল আইপিএলের চেয়ারম্যান হিসেবে ব্রিজেশ প্যাটেলের স্থলাভিষিক্ত হবেন । ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলে আসতে হলেছেন দিলীপ বেঙ্গসরকার । তাঁর সঙ্গে লড়াই হবে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিশনের প্রেসিডেন্ট অশোক মালহোত্রার সঙ্গে ।

গত ৬ অক্টোবর দুটি বৈঠক ঝয়েছিল বিসিসিআইয়ের । একটিতে ছিলেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর । বোর্ডের প্রাক্তন ও বর্তমান শীর্ষকর্তাদের কয়েকজনও বৈঠকে ছিলেন । সেই সময়ই পরবর্তী বিসিসিআই সভাপতি হিসেবে নাম উঠে এসেছে রজার বিনির । সূত্রের খবর, কর্ণাটকের রজার বিনিকে বোর্ড প্রেসিডেন্ট করার জন্য উঠে পড়ে লেগেছে দক্ষিণী লবি । সভাপতি হিসাবে তাঁর নাম কেএসসিএ পাঠিয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!