- মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ২৮, ২০২৩
২০১৯ বিশ্বকাপের ছন্দ ফিরে পেতে চান রোহিত

আইসিসি–র ট্রফি মানেই ব্যর্থতা। ২০১৩ সালের পর থেকে এই ছবিটাই দেখে আসছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কখনও তীরে এসে তরী ডুবেছে। কখনও আবার সেমিফাইনালেই পৌঁছতে পারেনি। ২০১৩ সালে শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। ১০ বছর ট্রফিহীন। এবার ঘরের মাঠে বিশ্বকাপ জেতার দারুণ সুযোগ ভারতের কাছে। সামনে এশিয়া কাপ। এশিয়া কাপেই বিশ্বকাপের মহড়া সেরে ফেলতে চায় ভারতীয় দল। আর রোহিত চান এবছর বিশ্বকাপে ২০১৯ বিশ্বকাপের ছন্দ ফিরে পেতে।
প্রত্যাশার চাপ নিয়েই ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামতে হবে রোহিত শর্মাদের। ২০১১ সালে ঘরের মাঠেই বিশ্বকাপ জিতেছিল ভারত। সুতরাং আবার ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় ভারতীয় ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা যে আকাশচুম্বী, সেকথা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা তো রয়েছেই। যদিও প্রত্যাশার চাপ থেকে নিজেদের সরিয়ে রাখতে চাইছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।
২০১৯ বিশ্বকাপের ছন্দ এবারও ধরে রাখতে চান রোহিত। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় দল। প্রস্তুতির ফাঁকে সংবাদসংস্থাকে রোহিত বলেছেন, ‘কীভাবে আমি নিজেকে টেনশন মুক্ত রাখি, তা আমার জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেট ছাড়াও বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো থেকে দূরে থাকতে চাই। আমি ২০১৯ বিশ্বকাপের সময় যেরকম ছন্দে ছিলাম, সেই ছন্দ ফিরে পেতে চাই। ২০১৯ বিশ্বকাপের সময় মানসিকভাবে আমি দারুণ জায়গায় ছিলাম। বিশ্বকাপের জন্য খুব ভাল প্রস্তুতি নিয়েছিলাম।’ প্রসঙ্গত উল্লেখ্য ওই বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি ও ১টি হাফ সেঞ্চুরিসহ ৯ ম্যাচে ৬৪৮ রান করেছিলেন।
বিশ্বকাপের দল নির্বাচন প্রসঙ্গে রোহিত বলেন, ‘বিশ্বকাপের দল নির্বাচন খুবই কঠিন হবে। এখনও পর্যন্ত কোচ রাহুল দ্রাবিড় এবং আমি ক্রিকেটারদের যথাসাধ্য বোঝানোর চেষ্টা করেছি, কেন তারা দলে নেই। যখনই স্কোয়াড এবং প্লেয়িং ইলেভেন ঘোষণা করা হয়, আমরা ক্রিকেটারদের সঙ্গে কথা বলি। সবাইকে জানাই, কেন তাদের নির্বাচিত করা হয়নি। এমন নয় যে আমি এই ব্যক্তিকে পছন্দ করি না, তাই আমি তাকে মুছে ফেলছি। অধিনায়কত্ব ব্যক্তিগত পছন্দ–অপছন্দের ওপর ভিত্তি করে হয় না।’
২০১১ বিশ্বকাপে দলে সুযোগ পাননি রোহিত। কেন তিনি সুযোগ পাননি, ব্যাখ্যা দিয়েছিলেন যুবরাজ সিং। সেই প্রসঙ্গ তুলে ধরে রোহিত বলেন, ‘দলে সুযোগ না পেয়ে ভেঙে পড়েছিলাম এবং নিজের ঘরে চুপচাপ বসে ছিলাম। কী করব বুঝতে পারছিলাম না। যুবরাজ সিং আমাকে তার রুমে ডেকে ডিনারের জন্য বাইরে নিয়ে গিয়েছিল। আমাকে বলেছিল, তোমার সামনে এতগুলো বছর আছে। বিশ্বকাপ চলাকালীন নিজের খেলা, নিজের দক্ষতার ওপর কঠোর পরিশ্রম কর। অবশ্যই ভারতের হয়ে খেলবে এবং বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।’
❤ Support Us