- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ৩০, ২০২৩
ভারতে সংখ্যালঘুরা নিরাপদ, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বললেন এস জয়শঙ্কর

সংখ্যালঘুদের নিয়ে ভারতের উদ্বেগ করার কোনও কারণ নেই। ভারতীয় সমাজ দ্রুত পরিবর্তিত হচ্ছে । আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এমনই দাবি করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতের বিদেশ মন্ত্রী। সেখানেই ভারতীয় সংখ্যালঘুদের প্রশ্নোগতি উঠেছিল। তখনই এস জয়শংকর স্পষ্ট জানিয়ে দেন, ভারতে সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগের কোনও প্রয়োজন নেই।
ভারতের বিদেশমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ”আজ, আপনারা যেহেতু ভারতের সংখ্যালঘুদের বিষয়টি তুলেছেন, জানতে চাই সুশাসন বা সমাজের ভারসাম্যের পরীক্ষা আসলে কী? বিশ্বের প্রতিটি সমাজেই কোনও না কোনও সময়ে কোনও না কোনও ধরনের বৈষম্য হয়েছে। কিন্তু আজ যদি আপনি ভারতের দিকে তাকান, দেখবেন অসাধারণ পরিবর্তন হয়েছে ভারতে। সবথেকে বড় পরিবর্তনটা হল, আজ ভারতে এমন এক কল্যাণময় সামাজিক ব্যবস্থা গড়ে উঠেছে যেখানে গড় আয় ৩ হাজার মার্কিন ডলারের কাছাকাছি।”
জয়শংকরের আরও দাবি, ”এই পৃথিবীতে এমনটা এর আগে কেউ করতে পারেনি। আপনি স্বাস্থ্য দেখুন, আবাস দেখুন, খাদ্য, অর্থ, শিক্ষা ব্যবস্থা দেখুন। সব দিকে তাকালেই আমি দেখাতে পাই কোথাও কোনও বৈষম্য নেই। সত্যি বলতে যত বেশি আমরা ডিজিটাল হচ্ছি, তত বেশি আমাদের প্রশাসন অবয়বহীন হয়ে পড়েছে, তত বেশি পরিচ্ছন্ন প্রশাসন হচ্ছে।”
❤ Support Us