- বৈষয়িক
- জানুয়ারি ১৯, ২০২৩
বিমান তৈরিতে আদানির সঙ্গ ত্যাগ, অন্য কোনো দেশীয় সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ভাবনা সাব প্রধানের

আদানির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ভঙ্গ করল সাব। দীর্ঘ ছয় বছর চুক্তিতে থাকার পর বেরিয়ে এল সুইডেনের এই বিমান প্রস্তুতকারী সংস্থা। আদানির সঙ্গে যৌথ ভাবে দেশীয় প্রযুক্তিতে গ্রিপেন ই ফাইটার তৈরির কাজে যুক্ত ছিল সংস্থাটি।
সপ্তাহের শুরুতে সাব চেয়ার ম্যান ও কর্ণধার ম্যাটস পামবার্গ সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন যে আদানির সঙ্গে কোনো কাজ তাঁরা আর করবেন না। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে যে,সাব পরে দেশীয় অন্য কোনো প্রস্তুতকারক সংস্থার সঙ্গে অংশীদার হতে পারে। তবে এক্ষেত্রে তাঁরা ৭৪% ইক্যুইটি নিজের অধীনে রাখবেন বলে জানান তিনি। উল্লেখ্য যে ভারতের বিমান বাহিনীর জন্য ১০ থেকে ২০ বিলিয়ন ডলার অর্থমূল্যের ১১৪ টি বহুমুখী যুদ্ধ বিমান তৈরির কাজে যুক্ত ছিল সংস্থা।
২০১৭ সালের আগস্টে আদানির সঙ্গে যৌথভাবে বিমান তৈরির জন্য মেমরেণ্ডাম অফ আণ্ডারস্ট্যাণ্ডিং বা মৌ স্বাক্ষর করে সাব। কথা ছিল যে প্রযুক্তির স্থানান্তরের মাধ্যমে ভারতের মাটিতেই ১১৪ টি নতুন প্রজন্মের গ্রিপেন-ই ফাইটার প্লেন তৈরি হবে ভারতে। যা ভারতীয় বিমান বাহিনীকে আরও শক্তিশালী করবে। কিন্তু এই চুক্তি ভঙ্গ হওয়ায় উন্নত প্রযুক্তির বিমান তৈরির কাজ আরও দীর্ঘায়িত হল।
❤ Support Us