- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ফেব্রুয়ারি ১৯, ২০২২
সাধন চট্টোপাধ্যায়কে ‘একুশের সম্মান’
সাধন চট্টোপাধ্যায় বাংলা ভাষার অন্যতম মননশীল লেখক । বাকরীতি তাঁর আলাদা । কাহিনীর নির্মাণেও তিনি স্বতন্ত্র । পরিশ্রমী । যাঁর মননকে জড়িয়ে থাকে ঐতিহ্য আর ইতিহাস চেতনা। তাঁকে, এবার একুশের সম্মান জানাবে আলিয়া বিশ্ববিদ্যালয়। আগামী সোমবার, বিশ্ববিদ্যালয়ের সভাসদনে, একুশে ফেব্রুয়ারির স্মরণানুষ্ঠানে ।
❤ Support Us