Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১৮, ২০২২

ইয়েমেনে সৌদি বিমানহানা, মৃত অন্তত ১৪

আবুধাবিতে হাউতি হামলার তুখোড় জবাব। পরিস্থিতি ঘোরাল হয়ে উঠবে।

আরম্ভ ওয়েব ডেস্ক
ইয়েমেনে সৌদি বিমানহানা, মৃত অন্তত ১৪

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির যৌথবাহিনী ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমানহানা চালিয়েছে। মারা গেছেন অন্তত ১৪ নাগরিক। আবুধাবির বিমানমন্দরে মিসাইল হানার ১দিন পর আরব যৌথ বাহিনীর আক্রমণে পরিস্থিতি ঘোরাল হয়ে উঠতে পারে। শান্তি ফেরানোর নাম করে সৌদি ও ইউএই বাহিনী দীর্ঘদিন ধরে ইয়েমেনের বহু এ্লাকা দখল করে রেখেছে। সীমান্তে প্রায়ই সঙ্ঘর্ষ লেগেছে। ২০১৫ সালে প্রেসিডেন্ট আব্দ্রাব্বু মনসুর হাদি সরকারকে ক্ষমতায় ফরিয়ে আনতে যৌথবাহিনী প্রথম হস্তক্ষেপ করে।২০১৪ সালে উত্তর ইয়েমেনর রাজধানী দখল করে নেয় হাউথি জঙ্গিরা। বাইরে থেকে তাদের সমর্থন জোগায় ইরান।

মঙ্গলবার যৌথবাহিনী দাবি করছে সানার গুরুত্বপূর্ণ এলাকায় তারা বিমানহানা চালিয়েছে। হাউথিরা বলেছে, যৌথ বিমানহানার নিহতের সংখ্যা ২০। বহু মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!