- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৬, ২০২৫
দ্রুততম সেঞ্চুরি স্মৃতি মান্ধানার, রেকর্ড রানে জিতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ ভারতের

আয়ারল্যান্ডকে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করল ভারতীয় মহিলা দল। প্রথম দুটি ম্যাচ জিতে আগেই সিরিজ দখল করেছিল ভারত। তৃতীয় ম্যাচেও বিশাল ব্যাবধানে জয়। বুধবার রাজকোটে সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে রেকর্ড ব্যবধানে হারালেন স্মতি মান্ধানারা। জয় এল ৩০৪ রানে। একদিনের ক্রিকেটে এটাই সর্বোচ্চ ব্যবধানে জয় ভারতের। ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা।
সিরিজের শেষ ম্যাচেও টস ভাগ্য সহায়তা করেছিল ভারতকে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা। শুরু থেকেই ঝড় তুলেছিলেন তিনি ও প্রতিকা রাওয়াল। ৩৯ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছে যান স্মৃতি। পরের ৫০ রানে ৩১ বলে। ৭০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। একদিনের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এটাই দ্রুততম সেঞ্চুরি। ওপেনিং জুটিতে মাত্র ২৬.৩ ওভারে ২৩৩ রান তোলেন প্রতিকা রাওয়াল ও স্মৃতি মান্ধানা। শেষ পর্যন্ত ৮০ বলে ১৩৫ রান করে আউট হন স্মৃতি। মারেন ১২টি ৪ ও ৭টি ৬।
স্মৃতি আউট হওয়ার পর ৩ নম্বরে নেমে ৪২ বলে ৫৯ রান করে আউট হন রিচা ঘোষ। রিচা ও প্রতিকার জুটিতে ওঠে ১০৪। দলের ৩৮৭ রানের মাথায় আউট হন প্রতিকা রাওয়াল। ১২৯ বলে ১৫৪ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। মারেন ২০টি ৪ ও ১টি ৬। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৩৫ রান তোলে ভারত। তেজল হাসাবনিস ২৮, হারলিন দেওল ১৫ রান করেন। জেমাইমা রডরিগেজ ৪ ও দীপ্তি শর্মা ১১ রানে অপরাজিত থাকেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৩১ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। সর্বোচ্চ ৪১ রান করেন সারা ফরবেস। ওরলা প্রেন্ডারগাস্ট করেন ৩৬। ২৭ রানে ৩ উইকেট নেন দীপ্তি শর্মা। তনুজা কানোয়ার ৩১ রানে নেন ২ উইকেট। তিতাস সাধু, সায়লি সাটঘরে, মিন্নু নি ১টি করে উইকেট নেন। ম্যাচ ও সিরিজের সেরা হয়েছেন প্রতিকা রাওয়াল। জীবনের প্রথম সিরিজেই সেরার পুরস্কার পেয়ে আপ্লুত প্রতিকা।
❤ Support Us