Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৩, ২০২৫

‌জাতীয় গেমসে সাঁতারে জোড়া সোনা বাংলার সৌবৃতি মণ্ডলের, আজ হ্যাটট্রিকের লক্ষ্য

আরম্ভ ওয়েব ডেস্ক
‌জাতীয় গেমসে সাঁতারে জোড়া সোনা বাংলার সৌবৃতি মণ্ডলের, আজ হ্যাটট্রিকের লক্ষ্য

জাতীয় গেমসে সোনা জয়ের হ্যাটট্রিক করতে পারবেন কি সৌবৃতি মণ্ডল। তৃতীয় সোনা জয়ের লক্ষ্য নিয়েই আজ পুলে নামছেন বাংলার এই সাঁতারু। এবারের জাতীয় গেমসে সোনা জয়ের হ্যাটট্রিকের ব্যাপারে আশাবাদী সৌবৃতি।
গত শুক্রবার ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছিলেন। চলতি জাতীয় গেমসে এটাই ছিল বাংলার প্রথম সোনা। রবিবার আবার সাফল্য। এবার ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও জোনা জিতেছেন বাংলার এই প্রতিশ্রুতিবান সাঁতারু। আজ ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্ট রয়েছে সৌবৃতির। ৫০ মিটারেও সোনা জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
১০০ মিটারে সোনা জয়ের পর সৌবৃতি বলেন, ‘‌ইতিমধ্যেই দুটি সোনা জিতেছি। সোমবার ৫০ মিটার ব্যাকস্ট্রোকেও সোনা জয়ের লক্ষ্য নিয়েই নামব। যেরকম ফর্মে রয়েছি, সোনা জয়ের হ্যাটট্রিকের ব্যাপারে আমি আশাবাদী।’‌ ২০০ মিটার এবং ১০০ মিটার ব্যাকস্ট্রোকে দুটি সোনার মধ্যে আলাদা করে সেরা বাছতে চাইলেন না সৌবৃতি। তাঁর দাবি, দুটো ইভেন্টেই সেরাটা দিয়েছেন। তবে নিজের সেরা পারফরমেন্সের থেকে ১ সেকেন্ড বেশি সময় নিয়েছেন।
নিজের সেরা সময় অতিক্রান্ত করতে না পারার পেছনে উত্তরাখণ্ডের প্রচন্ড ঠান্ডাকে দায়ী করেছেন সৌবৃতি। তিনি বলেন, ‘‌উত্তরাখণ্ডে এখন খুব ঠান্ডা। জল আরও ঠান্ডা ছিল। এইরকম পরিস্থিতিতে সাঁতার কাটা খুবই চ্যালেঞ্জিং। হাত–পা প্রায় জমে যাচ্ছিল। শেষ পর্যন্ত সোনা জিততে পেরেছি, এটাই স্বস্তি দিচ্ছে।’‌
এর আগেও জাতীয় স্তরের প্রতিযোগিতায় বাংলাকে সোনা এনে দিয়েছেন সৌবৃতি। গত ৮ বছর ধরে জাতীয় প্রতিযোগিতায় বাংলার হয়ে প্রতিনিধিত্ব করছেন, পদকও জিতছেন। ২০১৫ সালে প্রথম বয়সভিত্তিক জাতীয় সাঁতার প্রতিযোগিতায় জোড়া সোনা জিতেছিলেন। এবার জাতীয় গেমসে বাংলাকে সোনা এনে জিতে প্রচারের আলোয় এলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!