- দে । শ
- ডিসেম্বর ২২, ২০২৩
পর্যটন পরিষেবায় এবার শিক্ষক সংগঠন এবিপিটিএ
রাজ্যের পর্যটন ব্যবসায় এবার নতুন পরিষেবা প্রদানকারী হিসাবে নাম লেখাল সিপিএমের প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপিটিএ। নামমাত্র খরচে থাকা খাওয়ার সুবিধা প্রদান করবে। ৩০ ডিসেম্বর লাভা বাজারে লিজে নেওয়া একটি হোম স্টে চালু করছে এবিপিটিএ। বুকিং শুরু হবে ১ জানুয়ারি থেকে। খরচ পড়বে মাত্র ১ হাজার টাকা। তাতে থাকা খাওয়া সব পরিষেবাই দেওয়া হবে। এবিটিএ-র পরিকল্পনা আছে এর পর দিঘা,পুরী,লাটাগুড়িতেও রিসর্ট লিজ নিয়ে ভাড়া দিয়ে ব্যবসা করার। লিজের টাকা এবিপিটিএ সংগঠন থেকে বহন করা হবে। এই হোম স্টেতে কাজ দেওয়া হবে স্থানীয়দের। এবিপিটিএ-র সদস্যরা এই জায়গায় ঘর ভাড়া নিলে কিছুটা ছাড় পাবেন।
কেন একটি শিক্ষক সংগঠন পর্যটন ব্যবসায় আসছে? এই প্রশ্নের উত্তরে এবিপিটিএ-র রাজ্য সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল বলন, “প্রতি বছর ছুটির মরশুমে আমাদের সদস্য, সদস্যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান। তাঁরা আমাদের কাছে হোটেল বা রিসর্ট ঠিক করে দেওয়ার অনুরোধ জানান। এর ফলে সব সময়ই যাঁরা ঘুরতে যান তাঁদের যেমন হয়রান হতে হয় তেমনই খরচ বেড়ে যায়। এসব বিষয় চিন্তা করেই আমরা ঠিক করি এবিপিটিএ-র তরফে আমরাই বিভিন্ন এলাকায় রিসর্ট চালু করব। ২০২৪ -এর ১ জানুয়ারি থেকে আমাদের বুকিং চালু হয়ে যাচ্ছে। লাভাতে আমরা প্রথমে হোম স্টে চালু করছি। এর পর আমরা দিঘা, পুরী, লাটাগুড়ি সহ সমস্ত পরিচিত ও মনোরম পর্যটনস্থলে লিজে রিসর্ট চালাব। এবিপিটিএ-র কেন্দ্রীয় কার্যালয় থেকে বুকিং করা যাবে। জেলা থেকে সম্পূর্ণ প্রক্রিয়াটি মনিটরিং করা হবে। আমাদের সদস্যরা বুকিংয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সাধারণ পর্যটকরাও আমাদের রিসর্ট বা হোম স্টে ভাড়া নিতে পারবেন।
এবিপিটিএ সূত্রে জানা গেছে এই মুহূর্তে মাথাপিছু ১ হাজার টাকা ভাড়া পর্যটকদের কাছ থেকে নেওয়া হবে। সংখ্যাটা ৩ থেকে ৪ জন হলে মাথাপিছু ভাড়া ৯০০ টাকা হয়ে যাবে। এর মধ্যে থাকা,খাওয়া থাকছে। মেনুতে থাকছে সকালে চা, ব্রেকফাস্ট, দুপুরে ডিম বা মাছের ঝোল ভাতের সঙ্গে এবং রাতে মুরগির মাংস। তবে কোনও পর্যটক চাইলে তাঁর পছন্দের খাবারও বানিয়ে দেওয়া হবে।
❤ Support Us