- দে । শ
- জানুয়ারি ২০, ২০২২
দেশ ছাড়বেন, না থাকবেন? আশ্রয় দেবে কোন দেশ? সংশয়ে ১৪০ আফগান শিখ ।

জালালাবাদ ও কাবুলে বসবাসকারী ১৪০ জন শিখ আফগানিস্তানে থাকবেন, না অন্য কোথাও চলে যাবে এই নিয়ে ঘোর সংশয়ে রয়েছেন । নিরাপত্তার অভাব এবং দারিদ্রতা তাঁদের সামনে নতুন সঙ্কট তৈরি করেছে । তালিবান আমলে তাঁরা অবরুদ্ধ বোধ করছেন । স্বাধীনভাবে চলাফেরা করা দুষ্কর । ১৯৭০ সালে আফগানিস্তানে শিখদের সংখ্যা ছিল ১ লাখ । কমতে কমতে গতবছরে তা দাঁড়ায় ২৪০ । এখন কুল্লে ১৪০ । এই সংখ্যাহ্রাসে শিখরা উদ্বিগ্ন। তালিবান প্রশাসন তাদের নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে ব্যর্থ । অবশিষ্ট শিখ ধর্মাবলম্বীরা কোথায় যাবেন, কে তাঁদের আশ্রেয় দেবে—-তা অনিশ্চিত ।
❤ Support Us