Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জুলাই ২, ২০২২

জুবেরের বিরুদ্ধে দিল্লি পুলিসের নতুন মামলা।

নুপূরকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার প্রতিক্রিয়ায় অনুপম খের: আপনি এমন কিছু করুন, যা কিনা সত্যিই সম্মানজনক!

জুবেরের বিরুদ্ধে দিল্লি পুলিসের নতুন মামলা।

২০১৮ সালের, বিতর্কিত টুইট মামলায় আটক সাংবাদিক মহম্মদ জুবেরের বিরুদ্ধে নতুন অভিযোগ আনল দিল্লি পুলিস । তাঁর অপরাধ কী? ষড়যন্ত্র, প্রমান ধ্বংস আর বিদেশি অনুদান নিয়ন্ত্রণের আইন অমান্য।ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে ২৭ জুন, অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা জুবেরকে দিল্লি পুলিস গ্রেফতার করে। সোমবার তাঁকে এক দিনের জন্য পুলিসের হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত । মঙ্গলবার পুলিসেরই আবেদনের ভিত্তিতে তাঁকে আরও চার দিন তাদের হেফাজতে রাখার আবেদন মঞ্জুর করা হয়।
গতকাল সে মেয়াদ শেষ হয়ে যায়। এবার, আজ জুবেরের জামিনের জন্য আবেদন জানান তাঁর আইনজীবী । দিল্লি পুলিশের কৌঁসুলি জামিনের বিরোধিতা করে জুবেরকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর আবেদন পেশ করেছেন। এবার দিল্লি পুলিস অপরাধমূলক ষড়যন্ত্র, আর আইন অমান্যের অভিযোগ এনে নতুন মামলা করেছে।

জুবের সহজে রেহাই পাবেন বলে মনে হয় না। তাঁকে আটকে রাখার আইনগত প্রক্রিয়া চলতে থাকবে। নুপূর শর্মার প্ররোচনামূলক মন্তব্যকে ঘিরে যে সামাজিক প্রতিক্রিয়া দেখা দেয়, তার সঙ্গে জুবেরের টুইটারের কোনও সম্পর্কের সন্ধান মেলে নি।এদিকে গতকাল যথাযথ যুক্তি আর দৃঢ়তা প্রকাশ করে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নুপূর শর্মাকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছেন। তাঁদের এই দূঢ়তা ভারতীয় বিচারব্যবস্থার নিরপেক্ষ ভাবমূর্তিতে স্মরণ করিয়ে দিচ্ছে ।

নূপুর শর্মার আর্জি শুনতেও রাজি হননি মহামান্য বিচারপতিরা। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জে বি পার্দিওয়ালার বেঞ্চ গতকাল প্রশ্ন তোলে, কী কারণে নুপূর একটি জাতীয় টেলিভিশন বসে এরকম মন্তব্য করতে গেলেন, যার জেরে সারা দেশের মানুষের ভাবাবেগ আহত হয়েছে।নুপূর শর্মার আইনজীবীকেও কড়া কথা শুনতে হয়েছে । বিচারপতিরা বলেছেন, আদালতে নুপূরের মামলা পেশ করার প্রবণতাই বুঝিয়ে দিচ্ছে তিনি কতটা অহঙ্কারী।

নূপুরকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনায় ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা অনুপম খের। টুইটারে বলেছেন, বিচারপতিদের উদ্দেশে অনুপম লিখেছেন, ‘মাননীয় মহাশয়, আপনি এমন কিছু করুন, যা কিনা সত্যিই সম্মানজনক!’

গ্রিট উইল্ডার্স দাঁড়ালেন নুপূর শর্মার সমর্থনে।

অন্যদিকে নেদারল্যান্ডসের চরম দক্ষিণপন্থী নেতা  সাংসদ গ্রিট উইল্ডার্স  নুপূর শর্মার সমর্থনে এগিয়ে এলেন। উল্লেখ্য, উদয়পুর কাণ্ডের পর সুপ্রিম কোর্ট, নুপূর শর্মাকে ঘটনার জন্য কার্যত কাঠগড়ায় দাঁড় করান। তার প্রেক্ষিতেই এই ডাচ সাংসদ বলেন, নুপূর শর্মার ‘ কখনওই ক্ষমা চাওয়া উচিত নয় সত্যিটা বলার জন্য…, তিনি উদয়পুর কাণ্ডের জন্য দায়ী নন।’

ডাচ সাংসদ টুইটে লেখেন, ‘ আমি ভেবেছিলাম ভারতে কোনও ইসলামি আইন নেই। তাঁর কোনও মতেই ক্ষমা চাওয়া উচিত নয়…’। এরপরই তিনি লেখেন, ‘ তিনি (নুপূর শর্মা) উদয়পুর কাণ্ডের জন্য দায়ী নন।’ টুইটের শেষে তিনি ‘নুপূর শর্মা হলেন হিরো’ বলে আখ্যা দেন। উদয়পুর কাণ্ডে এই ডাচ সাংসদ ‘অসহিষ্ণু’, ‘জিহাদি’ দের কাঠগড়ায় দাঁড় করান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!