Advertisement
  • বৈষয়িক
  • মে ১২, ২০২৩

আদানির শেয়ার দুর্নীতির তদন্তে সময়সীমা বাড়াতে আগ্রহী শীর্ষ আদালত। পরবর্তী শুনানি ১৫ তারিখ

আরম্ভ ওয়েব ডেস্ক
আদানির শেয়ার দুর্নীতির তদন্তে সময়সীমা বাড়াতে আগ্রহী শীর্ষ আদালত। পরবর্তী শুনানি ১৫ তারিখ

স্থগিত হয়ে গেল আদানি মামলায় সেবির আবেদন। দেশের অন্যতম অর্থ নিয়ামক সংস্থা শীর্ষ আদালতে আদানি গোষ্ঠীর শেয়ার দুর্নীতির বিরুদ্ধে তদন্তের জন্য অতিরিক্ত সময় চেয়েছিলেন। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের নির্দেশ, আগামী ১৫ তারিখ মামলার শুনানি হবে।

আদালতের পক্ষ থেকে কোনো রায় দেওয়া না হলেও সেবির আবেদনের প্রতিক্রিয়া তাঁরা বলেছেন, তদন্তের মেয়াদ বাড়ানো যেতেই পারে। তবে, কখনোই ৩ মাসের বেশি নয়। তার  মধ্যেই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে আদালতে রিপোর্ট পেশ করতে হবে। সলিসিটর জেনারেল তুষার মেহতা সেবির পক্ষে যুক্তি সাজিয়ে বলেন, শেয়ার দুর্নীতির মামলা যথেষ্ট জটিল। আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে লেনদেনের ব্যাপার সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে। যা যথেষ্ট সময় সাপেক্ষ। সেবির তরফ থেকে বলা হয়েছে, এখনও পর্যন্ত তাঁরা যা তথ্য প্রমাণ পেয়েছেন, তাতে বেশ কিছুটা সময় তাঁদের প্রয়োজন।

জানুয়ারি মাসের শেষে   শেয়ার  সমীক্ষক সংস্থা হিণ্ডেনবার্গ একটি রিপোর্টে পেশ করে। সেই রিপোর্টে ধনকুবের আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার বাজারে ব্যাপক কারচুপির অভিযোগ ধরা পরে।  ২ মার্চ সুপ্রিম কোর্ট নিযুক্ত এম স্যাপ্রের নেতৃত্বাধীন কমিটি  দুর্নীতির তদন্তের দায়িত্ব সেবিকে দেয়। বলা হয়,  দুমাসের  মধ্যে তদন্তের রিপোর্ট পেশ করতে হবে। সেবি  বরাবরই জানিয়েছে , দুর্নীতির জটিলতার কথা। আদালতের  আজকের  মন্তব্যে আর্থিক নিয়ামক সংস্থার বক্তব্যই গুরুত্ব পেল।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!