- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২৭, ২০২৪
অভিষেক পোড়েলের দুরন্ত ব্যাটিং, সৈয়দ মুস্তাকে টানা তিন ম্যাচে জয় বাংলার

অভিষেক পোড়েলের দুরন্ত ব্যাটিং। যোগ্য সহায়তা করণ লালের। এই দুই ব্যাটারের দাপটে সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতায় টানা তৃতীয় জয় তুলে নিল বাংলা। বুধবার মিজোরামকে উড়িয়ে দিল ৮ উইকেটে।
প্রথম দুটি ম্যাচে বাংলা হারিয়েছিল পাঞ্জাব ও হায়দরাবাদের মতো শক্তিশালী দুটি দলকে। তৃতীয় ম্যাচে বাংলার প্রতিপক্ষ ছিল অপেক্ষাকৃত দুর্বল মিজোরাম। টস জিতে মিজোরামকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলা। আগের ম্যাচে ভালো বোলিং করা মহম্মদ শামি এদিন নিজেকে মেলে ধরতে পারেননি। সেই সুযোগে ওপেনিং জুটিতে ৩৩ রান তুলে ফেলে মিজোরাম। জেহু অ্যান্ডারসনকে (১৪) তুলে নিয়ে বাংলাকে প্রথম সাফল্য এনে দেন কনিষ্ক শেঠ। পরের ওভারে অগ্নি চোপড়াকে (১৩) ফেরান সায়ন ঘোষ।
৩৭ রানে ২ উইকেট হারানোর পর মিজোরামকে টেনে নিয়ে যান ভানলালমুয়ানজুয়ালা ও মোহিত জাংরা। দলের ৯৭ রানের মাথায় আউট হন ভানলালজুয়ালা (২০)। এরপরই ফেরেন কারিআপ্পা (৬)। মোহিত জাংরার ঝোড়ো ব্যাটিং মিজোরামকে ৪ উইকেটে ১৫৬ রানে পৌঁছে দেয়। ৪৯ বলে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলেন মোহিত। মারেন ৭টি চার ও ৪টি ছয়।
জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন বাংলার দুই ওপেনার অভিষেক পোড়েল ও করণ লাল। ওপেনিং জুটিতে উঠে ১৩১ রান। ১৩ তম ওভারের চতুর্থ বলে আউট হন অভিষেক। ৪৫ বলে তিনি করেন ৮১ রান মারেন ৯টি চার ও ৪টি ছয়। ৪০ বলে ৬৭ রান করে করণ লাল যখন আউট হন জয় থেকে মাত্র ৩ রান দূরে বাংলা। ৮ রানে অপরাজিত থেকে বাংলাকে জয় এনে দেন শাকির গান্ধী। ১৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলা। টানা তিন ম্যাচ জিতে ১২ পয়েন্ট বাংলার।
❤ Support Us