Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ৮, ২০২৫

দলের কৃষক সংগঠনকে আরও মজবুত করতে সন্দেশখালিতে কিষাণ ও খেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটি নেমে পড়েছে

আরম্ভ ওয়েব ডেস্ক
দলের কৃষক সংগঠনকে আরও মজবুত করতে সন্দেশখালিতে কিষাণ ও খেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটি নেমে পড়েছে

সন্দেশখালিতে তৃণমূলের ছাতার তলায় জোট বাঁধছেন কৃষকরা। দলের কৃষক সংগঠনকে আরও মজবুত করতে সন্দেশখালিতে কিষাণ ও খেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটি নেমে পড়েছে। গত বছর এই সময়ে বিজেপি ও বিরোধীদের চক্রান্তে সন্দেশখালিতে উত্তাল হয়ে উঠেছিল । মিথ্যা অভিযোগে একাধিক নেতা কর্মীর গ্রেপ্তার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাতা ইডি, সিবিআইয়ের তদন্তের নামে যে পরিস্থিতি তৈরি হয়েছিলজেরে সন্দেশখালিতে কোণঠাসা হয়ে পড়েছিল তৃণমূল। দলের কৃষক সংগঠনও দূর্বল হয়ে পড়েছিল। দিন যত গড়িয়েছে বিজেপি সহ বিরোধীদের ষড়যন্ত্র প্রকাশ্যে আসার পর আবার ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল। কৃষকদের মধ্যে আর কোন বিভ্রান্তি নেই। বিজেপি সহ বিরোধীদের কথা আর চিড়ে ভিজছে না। সব দ্বিধা কাটিয়ে তৃণমূলের কৃষক সংগঠনের ছাতার তলায় গরিব কৃষকরা সমবেত হচ্ছেন। আগামী ২৩ ফেব্রুয়ারি পাশের ব্লক হাড়োয়ায় অনুষ্ঠিত হচ্ছে কিষাণ ও খেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির উত্তর ২৪ পরগনার জেলা সম্মেলন। তার আগে জেলা কৃষক সম্মেলন উপলক্ষে সন্দেশখালি–‌২ ব্লকে প্রস্তুতি সভায় ৮টি পঞ্চায়েত থেকে প্রতিনিধিরা যোগ দেন। তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক বলেন, কৃষক ও খেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির জেলা সম্মেলনকে সফল করতে বুথ স্তরে কর্মীদের যুক্ত করতে হবে। সন্দেশখালি কৃষি প্রধান এলাকা। মমতা ব্যানার্জি কৃষকদের জন্য যে সব প্রকল্প করেছেন তার সুফল কৃষকরা পাচ্ছে কি না তা দেখতে হবে। সভায় বক্তব্য পেশ করেন তৃণমূলের সন্দেশখালি ব্লক ২ সভাপতি দিলীপ মল্লিক, কিষাণ ও খেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির ব্লক সভাপতি, কর্মাধ্যক্ষ মেঘনাদ মন্ডল, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ্বর সর্দার, ব্লকের দলনেতা সঞ্জয় মন্ডল প্রমুখ। জেলা সম্মলনকে সফল করতে সন্দেশখালির কৃষকরা বড় ভূমিকা নেবে বলে দাবি করেন ব্লক কৃষক ও খেত মজুর তৃণমূল কমিটির সভাপতি মেঘনাদ মন্ডল। তিনি বলেন, প্রতি পঞ্চায়েতে দেওয়াল লেখা, তোরণ তৈরি করা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!