শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত শব্দ লিখে আইনি জটিলতায় পড়তে চলেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সোমবার থেকে শুরু-হওয়া সেই বিতর্ক বুধবার আইনি পথে চলে যায়। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে আইনি নোটিস পাঠান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। কিন্তু বৃহস্পতিবার দুপুর আড়াইটে পর্যন্ত তিনি কোনও আইনি নোটিস পাননি বলে দাবি করেন মহম্মদ সেলিম। সংবাদ মাধ্যমকে জানান, ‘‘আমি এখনও কিছু হাতে পাইনি। অপেক্ষা করছি কখন আসে!’’
মহম্মদ সেলিম বলেন, ‘‘২০১৩ সালে অভিষেকের লিপ্স অ্যান্ড বাউন্ডস সম্পর্কেও আমি সংসদে প্রশ্ন তুলেছিলাম। তার পরে আমায় একটা ২২৫ পাতার উকিলের চিঠি পাঠানো হয়েছিল । আমি বলেছিলাম, ওই চিঠি আমার কাছে টয়লেট পেপারের মতো।’’ সেলিমের এই বক্তব্য থেকে স্পষ্ট যে, উনি
এ বারেও অভিষেকের আইনজীবীর চিঠিকে কোনও গুরুত্বই দিতে চান না। তিনি বুঝিয়ে দেন, ওই আইনি নোটিস নিয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত, ভাবিত নন। প্রসঙ্গত, আইনি নোটিসে অভিষেকের আইনজীবী লিখেছেন, সেলিমের টুইটে তাঁর মক্কেলকে অসম্মান করা হয়েছে। সেই টুইট মুছে সিপিএম রাজ্য সম্পাদককে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। না হলে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।
এদিকে সিপিএম রাজ্য সম্পাদক তাঁর সোমবারের টুইটে লিখেছিলেন, ‘‘অভিযোগ, তিনি (অভিষেক) তাঁর অসাধু সম্পদ রাখার করার জন্য ১৫ জন বিদেশি পতিতার অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন।’’ বিতর্ক শুরু হয় ‘পতিতা’ শব্দ ব্যবহার নিয়ে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক তথা সিপিএম রাজ্য কমিটিতে সেলিমের সতীর্থ কনীনিকা ঘোষ বোস বলেন, ‘‘আমরা প্রস্টিটিউট (পতিতা) শব্দটা বলি না। আমরা সেক্স ওয়ার্কার (যৌনকর্মী) বলি।’’ সেলিম ইংরেজি টুইটে ‘প্রস্টিটিউট’ শব্দটি ব্যবহার করেছিলেন। একই কথা বলেছিলেন সিটু নেতা অনাদি সাহুও।
সেলিমকে বিঁধতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও ময়দানে নেমেছিলেন। সোমবারের টুইট নিয়ে সেলিম দুঃখপ্রকাশ করেননি। কিন্তু মঙ্গলবার সকালে ফেসবুক পোস্টে টুইটের ‘ভুল’ কৌশলে শুধরে নেওয়ার চেষ্টা করেন সেলিম। ফেসবুকে একটি পোস্টার পোস্ট করেন সিপিএমের রাজ্য সম্পাদক। তাতে লেখেন, “১৫ জন বিদেশি যৌনকর্মীর অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাচারে অভিযুক্ত।” অর্থাৎ, ‘পতিতা’ নয়, ‘যৌনকর্মী’। তাতেও অবশ্য ক্ষোভের আগুন নেভেনি। বুধবার মোমিনপুরে সেলিমের বাড়ির সামনে বিক্ষোভ দেখান খিদিরপুর এলাকার যৌনকর্মীদের একাংশ। তাঁদের বক্তব্য, ‘পতিতা’ শব্দে তাঁদের অসম্মান করা হয়েছে। তাই সেলিমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বৃহস্পতিবার সেলিম সে সব প্রসঙ্গের অবতারণা করেননি। তিনি শুধু বলেন, ‘‘আসলে আমি অপরাধের আন্তর্জাতিক চক্রের কথা বলেছিলাম। তাই নজর ঘোরাতে বিষয়টির স্থানীয়করণ করার চেষ্টা হচ্ছে।’’ এখন দেখার সেলিম কখন আইনি নোটিস হাতে পান। তার পর তিনি কী করেন।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34