- দে । শ
- ফেব্রুয়ারি ১১, ২০২২
রাজ্যপাল অপসারণের দাবিতে রাজ্যসভায় প্রস্তাব আনল তৃণমূল

বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষদিনে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় রাজ্যসভার সচিবালয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে অপসারণের দাবিতে চিঠি পাঠালেন। অভিযোগ, ধনকড় পশ্চিমবঙ্গ সরকারের প্রতিদিনের কাজে নাক গলাচ্ছেন। তাই রাষ্ট্রপতির উচিৎ তাঁকে অপসারণ করা।
রাজ্যপাল জগদীপ ধনকড়ের আচার-আচরণে দীর্ঘদিন ধরেই ব্যাপক ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। এর আগে বারবার মৌখিকভাবে ধনকড়ের বিরুদ্ধে সরব হয়েছে এরাজ্যের শাসকদল। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। গত ২৭ জানুয়ারি তৃণমূল সাংসদদের বৈঠকে ধনকড়কে অপসারণের জন্য সংসদে স্বতন্ত্র প্রস্তাব নির্দেশ দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নেত্রীর নির্দেশ মতোই বৃহস্পতিবার লিখিতভাবে ধনকড়কে অপসারণের দাবিতে রাজ্যসভার সচিবালয়কে চিঠি দিয়েছেন সুখেন্দুশেখর রায় । রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতকের বক্তব্য, ‘রাজ্যসভার রুলবুকের ১৭০ নম্বর ধারা অনুযায়ী আমি এই স্বতন্ত্র প্রস্তাব পেশ করছি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় যেভাবে নির্বাচিত রাজ্য সরকারের প্রতিদিনের কাজকর্মে হস্তক্ষেপ করছেন, এবং সাংবিধানিক পদে থাকা আধিকারিক ও সরকারের নীতির সমালোচনা করছেন, এই সদন এ ব্যাপারে ব্যবস্থা নিক।’ এরপরই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে সুখেন্দুশেখরবাবু জগদীপ ধনকড়কে রাজ্যপালের পদ থেকে অপসারণ করার আরজি জানান। যদিও সুখেন্দুবাবু এই আরজি জানানোর পরই রাজ্যসভা বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব পর্যন্ত মুলতুবি হয়ে যায়। রাজ্যসভা সুখেন্দুবাবুর এই প্রস্তাব গ্রহণ করছে কিনা, সেটা জানা যায় নি
❤ Support Us