Advertisement
  • দে । শ
  • মার্চ ১৩, ২০২৫

পরিবেশ দূষণ রুখতে শিবির পূর্ব বর্ধমানে

আরম্ভ ওয়েব ডেস্ক
পরিবেশ দূষণ রুখতে শিবির পূর্ব বর্ধমানে

পরিবেশকে সুস্থ ও দূষণমুক্ত রাখতে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ শুরু পূর্ব বর্ধমান জেলায়। পাইলট প্রজেক্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে পূর্বস্থলী ১নং ব্লক-সহ জেলার ২টি ব্লককে। পূর্বস্থলী ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক জানান, ‘এর আগে আমরা নির্মল ব্লকের স্বীকৃতি পেয়েছি। এর পরবর্তী ধাপে গোটা ব্লকে প্লাস্টিক-সহ বিভিন্ন ধরনের কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশকে দূষণমুক্ত করা হবে। আমাদের ব্লককে নির্বাচিত করায় পূর্ব বর্ধমান জেলা প্রশাসনকে ধন্যবাদ।’ জানা গেল, ৪ দিনের প্রশিক্ষণ শিবিরটি রাষ্ট্রসংঘের একটি সংস্থার তত্ত্বাবধানে চালিত হয়েছে। শিবিরের তাৎপর্য সম্পর্কে অবহিত করার জন্য ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলির প্রধান, উপপ্রধান, স্বয়ংভর গোষ্ঠী, ক্লাস্টারের সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। দুটো ব্লক দিয়ে শুরু হওয়ার পর ধীরে ধীরে গোটা জেলাকেই এই বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে বলে প্রশাসনিক সূত্রের খবর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!