Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • ফেব্রুয়ারি ১, ২০২৫

আজ থেকে কার্যকর, শুল্ক আরোপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর

আরম্ভ ওয়েব ডেস্ক
আজ থেকে কার্যকর, শুল্ক আরোপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর

তাঁদের দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি পরিস্কার জানিয়ে দিয়েছেন, ট্রাম্প যদি কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করে, তাহলে কানাডা সরকারও বিকল্প ব্যবস্থা নেবে।
দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। শপথ গ্রহনের পর তিনি ঘোষণা করেছিলেন, ১ ফেব্রুয়ারি থেকে কানাডার পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা। শুক্রবার কানাডা–মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে জাস্টিন ট্রুডো বলেন, ‘আগামী দিনগুলিতে আমাদের দেশকে কঠিন পরিস্তিতির মুখোমুখি হতে হবে। দেশের নাগরিকেরা যথেষ্ট উদ্বিগ্ন। তাঁদের কথা ভেবেই সব সিদ্ধান্ত নেওয়া হবে।’‌
শুক্রবার রাতে হোয়াইট হাউস থেকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে চলতি সপ্তাহের শেষ থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে আসা কানাডা ও মেক্সিকোর পণ্যকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। তবে কানাডার তেলের ওপর কিছুটা ছাড় দেওয়া হয়েছে। ২৫ শতাংশের পরিবর্তে তেলের ওপর ১০ শতাংশ শুল্ক বসানো হবে। যদিও তেলের ওপর শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। ১৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। চীনের পণ্যের ওপরও ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক প্রশাসনের শুল্ক আরোপ প্রসঙ্গে ট্রুডো বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত বিরোধ ও কূটনৈতিক জটিলতা আমরা চাই না। কিন্তু ট্রাম্প যদি কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপ করে, তাহলে আমরাও ব্যবস্থা নেব।’ কানাডা যদি মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি হবে। মার্কিন যুক্তরাষ্ট্র সবথেকে বেশি বাণিজ্য করে চীন, কানাডা ও মেক্সিকোর সঙ্গে। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ৪০ শতাংশ গেছে এই তিন দেশে থেকে। আর তিনটি দেশ থেকেই পণ্য আমদানিতে শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম অনেকটাই বেড়ে যাবে। কানাডার সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্র। কানাডার মোট রপ্তানি পণ্যের ৭৫ শতাংশ যায় যুক্তরাষ্ট্রে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!