Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১, ২০২৩

মার্কিন সংস্থার উদ্যোগে ওড়িশায় গড়ে উঠবে অর্ধ-পরিবাহী নির্মাণ কারখানা।সরাসরি কর্মসংস্থানের সুযোগ ৫০০০

আরম্ভ ওয়েব ডেস্ক
মার্কিন সংস্থার উদ্যোগে ওড়িশায় গড়ে উঠবে অর্ধ-পরিবাহী নির্মাণ কারখানা।সরাসরি কর্মসংস্থানের সুযোগ ৫০০০

ওডিশায় অর্ধ পরিবাহী তৈরির কারখানা নির্মাণ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের দুই কোম্পানি। প্রাথমিক পর্যায়ে ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। সমগ্র প্রকল্পে মোট খরচ হবে ২ লক্ষ কোটি টাকা। প্রধানমন্ত্রীর মার্কিন সফরকালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল চুক্তি। সেখানে বলা হয়েছিল যৌথ সহযোগিতায় একাধিক প্রকল্প গড়ে তোলার কথা। যার মধ্যে একটি এবার বাস্তবায়নের পথে।

যে দুটি কোম্পানি ভারতে অর্ধ পরিবাহী প্রকল্প ভারতে গড়ে তুলতে চায়, তারা আমেরিকার হলেও ভারতেও তাদের শাখা রয়েছে। প্রস্তাবিত প্রকল্পটি গড়ে উঠবে গঞ্জামে। কয়েক মাস আগেই এ নিয়ে সে রাজ্যের সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে। জেলার ছত্রপুর প্রকল্প এলাকা বলে চিহ্নিত হয়েছে । ইতিমধ্যে কোম্পানির আধিকারিকরা তা ঘুরে দেখে নিয়েছেন। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, অন্তত ৮০০ একর জমি দরকার কারখানা তৈরি করার জন্য। কোম্পানি এক কর্মকর্তা বলেছেন। মূলত নিকটে গোপালপুর বন্দরের অবস্থানের জন্যই তারা এখানে কারখানা গড়ে তুলবেন বলে মনস্থির করেছেন। তবে, জমি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত  তাঁরা নেননি। তাদের একটি প্রকৌশলগত দল নির্ধারিত স্থানে গিয়ে এ ব্যাপারে যা ঠিক মনে  করবে সেটাই হবে।

দূরদর্শনের সেট হোক বা ল্যাপটপ কিংবা মোবাইল ফোন অথবা বাতানুকূল যন্ত্র—বিভিন্ন ক্ষেত্রে চিপ অবশ্য প্রয়োজনীয়। আর তাঁর আবশ্যিক উপাদান হল অংশ পরিবাহী। তাই ভারতের বাজারে তার চাহিদা ব্যাপক । কিন্তু দুঃখের বিষয়, ভারতকে তা আমদানি করতে হয়। আর তাতে প্রায় তিন লক্ষ কোটি টাকা ব্যয় হয়। তাই দেশের মধ্যে কারখানা গড়ে উঠলে হলে চিপ তৈরির জন্য বাইরের ওপর নির্ভরতা কমবে। শুধু তাই নয় প্রায় ৫ হাজার লোক সরাসরি কাজ পাবে কারখানায়। তাই কর্মসংস্থানের প্রশ্নেও আশাব্যঞ্জক এই প্রকল্প। জানালেন সংস্থার ভারতীয় শাখার কর্ণধার দেবদত্ত সিংদেও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!