Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৮, ২০২৫

সিনারকে উড়িয়ে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন আলকারাজ, ছিনিয়ে নিলেন বিশ্বসেরার মুকুটও

আরম্ভ ওয়েব ডেস্ক
সিনারকে উড়িয়ে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন আলকারাজ, ছিনিয়ে নিলেন বিশ্বসেরার মুকুটও

বিশ্বের সেরা দুই টোএনিস তারকার লড়াই। ইয়ানিক সিনারের সামনে ছিল উইম্বলডন জয়ের পর ইউএস ওপেনের মুকুটও মাথায় তোলার সুযোগ। অন্যদিকে, কার্লোস আলকারাজের সামনে ছিল উইম্বলডন ফাইনালে সিনারের কাছে হারের বদলা নেওয়ার পাশাপাশি বিশ্বসেরার মুকুটও ছিনিয়ে নেওয়া। শেষ পর্যন্ত বাজিমাত করে গেলেন আলকারাজ। বিশ্বের ১ নম্বর টেনিস তারকা সিনারকে একপেশে ম্যাচে রীতিমতো উড়িয়ে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হলেন এই স্প্যানিশ টেনিস তারকা। এই নিয়ে দ্বিতীয়বার ইউএস ওপেনে চ্যাম্পিয়ন আলকারাজ।
ফাইনালে কোর্টে নামার আগে সিনার হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাস্তবে কিন্তু তার উল্টো ছবি।
ফরাসি ওপেনের ফাইনালে আলকারাজের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সিনার, ইউএস ওপেনে তার ছিটেফোঁটাও দেখাতে পারলেন না। একতরফা ম্যাচে আলকারাজ জিতলেন ৬–২, ৩–৬, ৬–১, ৬–৪ গেমে। ইউএস ওপেন শিরোপা জেতার পাশাপাশি টেনিসে এক নম্বরের মুকুটটাও ফিরে পেলেন আলকারাজ। প্রায় ২ মাস আগেই উইম্বলডন ফাইনালে সিনারের কাছেই হেরেছিলেন এই স্প্যানিশ টেনিস তারকা। ইউএস ওপেনে মধুর প্রতিশোধ।
সেমিফাইনালে নোভাক জকোভিচের বিরুদ্ধে লড়ে জিততে হয়েছিল কার্লোস আলকারাজকে। ফাইনালে সিনারের বিরুদ্ধে একেবারে ভিন্ন মেজাজে। প্রথম গেমেই দুর্দান্ত ফোরহ্যান্ডে সিনারের সার্ভিস ব্রেক করেন। তখনই বোঝা গিয়েছিল দিনটা আলকারাজের। প্রথম সেটে মাত্র দুটি আনফোর্সড এরর করেন আলকারাজ। এস মারেন ১০টি। বিধ্বংসী মেজাজে থাকা আলকারাজের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি সিনার। ৬–২ গেমে প্রথম সেট জিতে নেন আলকারাজ।
দ্বিতীয় সেটে দারুণভাবে প্রত্যাবর্তন করেন সিনার। আলকারাজকে পাল্টা আক্রমণ করে ৬–৩ গেমে দ্বিতীয় সেট জিতে সমতা ফেরান। কিন্তু বিশ্বের ১ নম্বর তারকাকে আর সুযোগ দেননি আলকারাজ। তৃতীয় সেটে রীতিমতো উড়িয়ে দেন সিনারকে। সিনারের একের পর এক ভুলের সুযোগ নিয়ে তৃতীয় সেট ৬–১ গেমে জিতে ২–১ ব্যবধানে এগিয়ে যান আলকারাজ। হতাশায় একসময় র‌্যাকেট ছুঁড়ে ফেলে দেন সিনার। চতুর্থ সেটে নিজেকে নিংড়ে দিয়েও আলকারাজকে আটকাতে পারেননি। ৬–৪ ব্যবধানে জিতে মরশুমে দ্বিতীয় গ্র‌্যান্ড স্লাম ঘরে তোলেন আলকারাজ।
ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হওয়ায় ২০২৩ সালের সেপ্টেম্বরের পর আবার বিশ্ব র‌্যাঙ্কিংয়ে একনম্বরে পৌঁছলেন আলকারাজ। এর আগে টানা ৬৫ সপ্তাহ শীর্ষে ছিলেন সিনার। মাত্র ২২ বছর বয়সে আলকারাজের ঝুলিতে ৬টি গ্র্যান্ড স্লাম। বিয়র্ন বর্গের পর দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন আলকারাজ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!