Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • আগস্ট ১২, ২০২৩

উজবেকিস্তানে ৬৫ শিশু মৃত্যুর বিচার শুরু। কাঠগড়ায় ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা

আরম্ভ ওয়েব ডেস্ক
উজবেকিস্তানে ৬৫ শিশু মৃত্যুর বিচার শুরু। কাঠগড়ায় ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা

শিশু মৃত্যুর বিচার শুরু হল উজবেকিস্তানে। ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার তৈরি ওষুধ খেয়ে একাধিক বাচ্চার মৃত্যু হয়েছে সে দেশে। ডিসেম্বর মাসেই এ নিয়ে প্রথম অভিযোগ তোলে উজবেক সরকার। এখনো পর্যন্ত ৬৫ জনের মারা যাওয়ার খবর মিলেছে। যা এযাবৎকালে সর্বোচ্চ। ভারতের পক্ষ থেকে আগেই নয়ডার সংস্থাটির লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছিল। গ্রেফতারও করা হয়ছিল কয়েকজন আধিকারিককে। এবার উজবেকিস্তানও এ নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণের পথে হাঁটল।

শুক্রবার উজবেকিস্তান আদালত সূত্রে জানা গেছে,  যে ২১ জনকে আটক করা হয়েছ তাঁরা  সকলেই সে দেশেরই নাগরিক। তাঁদের মধ্যে প্রায় প্রত্যকেই আমদানিকৃত ওষুধের ছাড়পত্র দেওয়ার দায়িত্বে রয়েছেন। এছাড়াও আছেন বণ্টনকারী সংস্থার কার্যনির্বাহী আধিকারিকরা। তাঁদের বিরুদ্ধে করফাঁকি, ঘুষ নেওয়া, নিম্নমানের জীবনদায়ী ওষুধ বিক্রি করতে মদত দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। যা প্রমাণিত হলে দেশের আইন অনুযায়ী কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে কাশির সিরাপ তৈরির কারণে আজ এই আধিকারিকরা কাঠগড়ায়, তাঁর মধ্যে মেশানো ছিল ইথিলিন গ্লাইকল নামে একটি বিষাক্ত রাসায়নিক। যেকারণেই এত শিশুর প্রাণহানি ঘটেছে। উজবেকিস্তান স্বাস্থ্য মন্ত্রক সূত্রে দাবি করা হয়েছিল, শিশুদের ওষুধে বিষাক্ত ড্রাগটি প্রয়োজনের তুলনায় অনেকটা বেশি দিয়ে দেওয়া হয়েছিল। ডিসেম্বরে ১৮ শিশুর মৃত্যুর পর থেকেই এনিয়েই ব্যাপক শোরগোল শুরু হলে ‘ডক-১ ম্যাক্স’ নামে ওষুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়, তারপরই প্রকৃত সত্য সামনে আসে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!