Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১, ২০২২

৬ বছর পর বল হাতে কোহলি, সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঝড়

আরম্ভ ওয়েব ডেস্ক
৬ বছর পর বল হাতে কোহলি, সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঝড়

২০১৬ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ সেমিফাইনালে শেষবার বোলিং করেছিলেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিশ্চিত হার জেনে ডেপুটি কোহলিকে বল করতে ডেকেছিলেন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। ১.‌৪ ওভার বোলিং করে ১৫ রানে ১টি উইকেটও পেয়েছিলেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বছর পর আবার বল হাতে।

বুধবার হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপের গ্রুপ লিগের ম্যাচের ১৭তম ওভারে হঠাৎ করেই বিরাট কোহলির হাতে বল তু্লে দিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ৬ বছর পর বোলার কোহলির পুনর্জন্ম হল দুবাইয়ের মাঠে। যদিও হংকংয়ের বিরুদ্ধে ১ ওভার হাত ঘুরিয়ে কোনও সাফল্য পাননি কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ৮ উইকেট রয়েছে কোহলির ঝুলিতে।

হার্দিক পান্ডিয়া না থাকায় ষষ্ঠ বোলারের অভাব দেখা দিয়েছিল। তাড়াছা ওভার রেট বাড়ানোর দরকার ছিল। পাকিস্তান ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানা হয়েছে ভারতীয় দলের। হংকংয়ের বিরুদ্ধে যেন আবার শাস্তির মুখে না পড়তে হয়, সেই ব্যাপারে সজাগ ছিলেন রোহিত। যুজবেন্দ্র চাহাল ও রবীন্দ্র জাদেজার কোটা শেষ হয়ে গিয়েছিল। দলে আর কোনও স্পিনার না থাকায় ওভার রেট বাড়ানোর জন্য কোহলির হাতে বল তুলে দিতে বাধ্য হয়েছিলেন রোহিত।

৬ বছর পর কোহলিকে বল হাতে দেখে মুগ্ধ ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় কোহলিকে নিয়ে উঠেছে ঝড়। রীতিমতো ভাইরাল হয়ে যায় কোহলির বোলিং। ভিডিও পোস্ট করে কেউ লিখেছেন, ‘‌কিংয়ু.‌.‌ বোলস টু’‌, কেউ আবার লিখেছেন, ‘‌দুর্লভ মুহূর্ত’‌। একজন কোহলিভক্ত লিখেছেন, ‘‌কোহলিকে বল করতে দেখাটা একজন ক্রিকেট অনুরাগীর কাছে দুর্লভ মুহূর্ত।’‌ কোহলির বোলিংয়ের ভিডিও টুইট করে একজন লিখেছেন, ‘৬ বছর টি২০ ক্রিকেটে ‌বোলার কোহলিকে আপনাদের সামনে হাজির করছি।’‌ একজন আবার রোহিতকে পরামর্শ দিয়েছেন, ‘‌কোহলিকে নিয়মিত বল দেওয়া হোক। বিশ্বকাপে ষষ্ঠ বোলারের অভাব হবে না।’‌

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের একটা ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে কোহলি নিজেকে ‘‌কুইক’‌ বোলার হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। অনূর্ধ্ব ১৯ পর্যায়ে ক্রিকেট খেলার সময় মাঝেমধ্যে বোলিং করতেন কোহলি। ২০০৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসের উইকেট নিয়েছিলেন কোহলি।


❤ Support Us
error: Content is protected !!