Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২২, ২০২২

কোভিডে আক্রান্ত বিরাট এখন সুস্থ , অনুশীলন ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা

আরম্ভ ওয়েব ডেস্ক
কোভিডে আক্রান্ত বিরাট এখন সুস্থ , অনুশীলন ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা

করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি । সূত্র মারফৎ জানা যাচ্ছে মলদ্বীপে ঘুরতে গিয়ে করোনা হয়েছিল তাঁর। তবে এখন তিনি সুস্থ বলেই খবর। করোনার কারণে দলের সঙ্গে লন্ডনে যাননি রবিচন্দ্রন অশ্বিনও । গত সপ্তাহেই ইংল্যান্ডে পৌছয় ভারতীয় দল । একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা যায়। লন্ডন পৌছানোর পর নিয়মমাফিক করোনা টেস্ট করার পর কোভিড রিপোর্ট পজিটিভ আসে ‘কিং কোহলি’-র। তবে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আপাতত তিনি পুরোপুরি সুস্থ বলেই জানা গেছে । দলের সঙ্গে গত দুই দিন অনুশীলন করেছিলেন। নেটে তাঁকে ব্যাট করতেও দেখা গিয়েছিল। ২৩ জুন শুক্রবার থেকে লেস্টাশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে রোহিত শর্মার দল। সেই ম্যাচে তিনি খেলবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

আগামী ১ জুলাই থেকে শুরু হবে বেন স্টোকসের দলের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট। এর আগে প্রস্তুতি ম্যাচ হেড কোচ রাহুল দ্রাবিড় বিরাটকে মাঠে নামান কিনা এখন সেটাই দেখার।কিছুতেই কমছে না করোনার চোখ রাঙানি। ভয় ধরিয়ে রোজ একটু একটু করে দেশে বাড়ছে কোভিডের সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণও। চিন্তায় ফেলছে মহারাষ্ট্রের করোনা গ্রাফ। বিশেষজ্ঞদের মতে, মাস খানেক আগেই লাগাম টানা সম্ভব হয়েছিল সংক্রমণে। কিন্তু মারণ ভাইরাসকে হালকা ভাবে নেওয়ার জেরেই ফের তা মাথাচাড়া দিচ্ছে।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১২,২৪৯ জন। গতকাল যে সংখ্যাটা নেমেছিল ১০ হাজারের নিচে। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই একদিনে আক্রান্ত ৩,৬০০-র বেশি। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে ৫৫ শতাংশ। উদ্বেগজনক মুম্বইয়ের ছবিটাও। সে রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যাও হু হু করে বাড়ছে। রাজধানী দিল্লির করোনা গ্রাফও চিন্তা ধরানোর মতোই। সেখানে একদিনে করোনা থাবা বসিয়েছে ১৩৮৩ জনের শরীরে।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৯০৩। গত ২৪ ঘণ্টায় ফের অনেকটাই বাড়ল সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৮১ হাজার ৬৮৭। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার বেড়ে হয়েছে ০.১৯ শতাংশ।

তবে এসবের মধ্যে একমাত্র স্বস্তি সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লক্ষ ২৫ হাজার ৫৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৯,৮৬২ জন। সুস্থতার হার ৯৮.৬০ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৬ কোটি ৪৫ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন প্রায় ১২ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ১০ হাজার ৬২৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!