Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মার্চ ২, ২০২২

পুরভোটে রাজ্যজুড়ে তৃণমূলের সবুজ ঝড় ।

আজ রাজ্যের ১০৮টি পুরসভার ভোট গণনা। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা।বিজয় মিছিলে কোনও রকম অপ্রীতিকর ঘটনা নয় রাজনৈতিক দলগুলিকে আগেভাগেই সতর্ক করেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস।

আরম্ভ ওয়েব ডেস্ক
পুরভোটে রাজ্যজুড়ে তৃণমূলের সবুজ ঝড় ।

সবুজ ঝড় উঠল রাজ্যজুড়ে। তারইমধ্যে পাহাড়ে তৈরি হল নয়া রাজনৈতিক সমীকরণ। রাজ্যের ১০৭ টি (দিনহাটায় আগেই জয়ী) পুরসভার ভোটগণনায় একচ্ছত্র দাপট তৃণমূল কংগ্রেসের।

দীর্ঘ প্রায় চার দশক পরে কাঁথি পুরসভার ২১টি আসনের মধ্যে ১৭টি পেল তৃণমূল। তিনটি গিয়েছে বিজেপি-র ঝুলিতে। কাঁথি উত্তরের দলীয় বিধায়ক সুমিতা সিংহকে পুরভোটে প্রার্থী করেছিল বিজেপি। তিনি তৃণমূলের কাছে হেরেছেন ৭৭ ভোটে। অবশ্য কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক অরূপ দাস ১৭৮ ভোটে জিতেছেন। জিতেছেন তাঁর আরও দুই সতীর্থও। একটি আসন পেয়েছেন নির্দল প্রার্থী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দল বদলানোর সঙ্গে সঙ্গে কাঁথির মানুষের ‘আনুগত্য’-ও বদলে যাবে, এমন একটা ধারণা করেছিল অধিকারী পরিবার। কিন্তু ভোটের ফলাফল তো তেমন বলছেই না, উল্টে দেখা যাচ্ছে, পুরভোটে হেরেছেন কাঁথি উত্তরের বিজেপি বিধায়কও! বিষয়টি শুভেন্দুর পক্ষে আদৌ ‘সুখকর’ নয়। যেমন বিষয়টি ‘বিড়ম্বনা’-র প্রবীণ রাজনীতিক শিশির অধিকারীর পক্ষেও।
বীরভূম জেলার পাঁচটি পুরসভার প্রায় ৯৩টি ওয়ার্ডের মধ্যে ৯২টি তৃণমূল দখল করলেও একটি ওয়ার্ডে ব্যতিক্রমী ফল হল। রামপুরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে জিতলেন বাম প্রার্থী সঞ্জীব মল্লিক। অনুব্রতর গড়ে একটি ওয়ার্ডেও জিততে পারল না বিজেপি।

পুরভোটের ফল প্রকাশের পর বিজয় মিছিলে কোনও রকম অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে রাজনৈতিক দলগুলিকে আগেভাগেই সতর্ক করেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। তিনি জানান, বিজয় মিছিলে ছাড় থাকলেও, ফল প্রকাশের পর কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না। এই ধরনের কোনও ঘটনার ক্ষেত্রে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে কমিশনের তরফে।

বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই চারটি পুরসভার দখল নিয়েছে তৃণমূল৷ বাকি ১০৪টি পুরসভার মধ্যে শেষ পর্যন্ত কতগুলি নিজেদের হাতে রাখতে পারবে বিরোধীরা? আজ পুরভোটের গণনায় সেটাই সবথেকে বড় প্রশ্ন৷ সকাল আটটা থেকে শুরু ভোটগণনা৷ কলকাতা পুরসভা, চার পুরনিগমে তৃণমূলের একপেশে জয়ের পর পুরসভা ভোটেও সবুজ ঝড়ে কাঁপতে চলেছে বিরোধীরা আর কিছুক্ষণ মাত্র সময়ের অপেক্ষা । বিরোধীরা অবশ্য ভোটগ্রহণের দিন রাজ্য জুড়েই শাসক দলের গা জোয়ারি ও অনিয়মের অভিযোগে সরব হয়েছে৷ গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভোটের ফলের ছবিটা পরিষ্কার হয়ে যাচ্ছে৷ দিনহাটা, সাঁইথিয়া, সিউড়ি, বজবজ- এই চার পুরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল৷ ত্রিস্তরীয় নিরাপত্তায় ভোট গণনা৷ গণনাকেন্দ্রের ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা৷

 


  • Tags:
❤ Support Us
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
error: Content is protected !!