শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
অতিমারীকালে বিশ্বের ধনীদের আয় দ্বিগুণ বেড়েছে । অক্সফাম এই খবর দিয়ে বলেছে, দারিদ্রের হার একইবাবে বূদ্ধি পেয়েছে। বিশ্বের ১০ সর্বোচ্চ ধনী হলেন—এলন মাস্ক, জেফ বেজোস, বার্নার্ড আর্নল্ট পরিবার, বিল গেটস, ল্যারি এলিসন, ল্যারি পেজ, সের্গেই ব্রিন, মার্ক জুকারবার্গ, স্টিভ বলমার এবং ওয়ারেন বাফেট। জেফ বেজোস তার মহাকাশ ভ্রমণ প্রকল্প ব্লু অরিজিনে তাঁর বেশিরভাগ সম্পদ ব্যয় করেছেন । সামষ্টিকভাবে ধনীদের সম্পদ ৭০০ বিলিয়ন থেকে ১.৫ ট্রিলিয়নে পৌঁছে গেছে। মাস্কের সম্পদ বেড়েছে সবচেয়ে বেশি — ১০০০শতাংশ । বিল গেটস-এর বেড়েছে ৩০ শতাংশ।
অক্সফামের প্রতিবেদন, বিশ্বব্যাংকের তথ্যের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34