Advertisement
  • বৈষয়িক
  • জানুয়ারি ১৭, ২০২২

বিশ্বের সর্বোচ্চ ধনীর আয় বেড়েছে । অতিমারীতে দারিদ্ররা আরও দারিদ্রের কবলে।

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বের সর্বোচ্চ ধনীর আয় বেড়েছে । অতিমারীতে দারিদ্ররা আরও দারিদ্রের কবলে।

অতিমারীকালে বিশ্বের ধনীদের আয় দ্বিগুণ বেড়েছে । অক্সফাম এই খবর দিয়ে বলেছে, দারিদ্রের হার একইবাবে বূদ্ধি পেয়েছে। বিশ্বের ১০ সর্বোচ্চ ধনী হলেন—এলন মাস্ক, জেফ বেজোস, বার্নার্ড আর্নল্ট পরিবার, বিল গেটস, ল্যারি এলিসন, ল্যারি পেজ, সের্গেই ব্রিন, মার্ক জুকারবার্গ, স্টিভ বলমার এবং ওয়ারেন বাফেট। জেফ বেজোস তার মহাকাশ ভ্রমণ প্রকল্প ব্লু অরিজিনে তাঁর বেশিরভাগ সম্পদ ব্যয় করেছেন । সামষ্টিকভাবে ধনীদের সম্পদ ৭০০ বিলিয়ন থেকে ১.৫ ট্রিলিয়নে পৌঁছে গেছে। মাস্কের সম্পদ বেড়েছে সবচেয়ে বেশি — ১০০০শতাংশ । বিল গেটস-এর বেড়েছে ৩০ শতাংশ।

অক্সফামের প্রতিবেদন, বিশ্বব্যাংকের তথ্যের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!