- দে । শ
- এপ্রিল ২৫, ২০২২
কাঠফাটা রোদে পুড়ছে বাংলা, এগিয়ে আসছে কি স্কুলের গরমের ছুটি ?
জেলায় জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা, এই পরিস্থিতিতে অভিভাবকরা চাইছেন স্কুল গুলোতে দ্রুত সামার ভ্যাকেশনের ছুটি ঘোষিত হোক।

গোটা বাংলা জুড়েই চলছে দাবদাহ। জেলায় জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এই পরিস্থিতিতে স্কুলে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনলে ভালো হয়, এমনই মত অভিভাবকদের ।
কলকাতাতে পারদ চল্লিশ ছুঁইছুঁই । এমন অবস্থায় উদ্বেগ বাড়ছে বাংলার পড়ুয়াদের মধ্যে। এই তীব্র গরমে কীভাবে স্কুলে যাবে ছাত্র-ছাত্রীরা তা নিয়ে বাড়ছে উদ্বেগ । এত গরম স্কুলে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ে খুদেরা । এই আশঙ্কা করছেন অভিভাবকরা । জানা গেছে, বর্তমানে সামগ্রিক পরিস্থিতির উপর নজর রেখে স্কুল শিক্ষা দফতরের তরফে নির্ধারিত গরমের ছুটি এগিয়ে আনা হতে পারে । চলতি মাসে শেষ হয়ে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা । অন্যদিকে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে একাদশের পরীক্ষা । তারপরই ছুটি ঘোষণা হয়ে যেতে পারে বাংলার স্কুল গুলিতে । এর আগে শোনা গেছিল বাংলার স্কুল গুলিতে ছুটি পড়বে ২৪ মে থেকে । ছুটি থাকবে মাত্র ১১ দিন । যদিও এখনও স্কুল শিক্ষা দপ্তরের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
❤ Support Us