Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১৫, ২০২২

সংক্রমণ রুখতে নেতাজির জন্মদিন ও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও কাটছাট: নবান্ন

আরম্ভ ওয়েব ডেস্ক
সংক্রমণ রুখতে নেতাজির জন্মদিন ও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও কাটছাট: নবান্ন

করোনার তৃতীয় ঢেউয়ে কাবু পশ্চিমবঙ্গ । কলকাতা-সহ সমস্ত জেলায় প্রতিদিনই বাড়ছে সংক্রমণ । এই পরিস্থিতিতে আগামী ২২ জানুয়ারি রাজ্যের চার পুরনিগম আসানসোল, চন্দননগর, শিলিগুড়ি ও বিধাননগরে ভোট হতে চলেছে। তার পরেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী।

নবান্ন সূত্রে খবর, এবারের ২৩ জানুয়ারি ও ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ছোট করা হবে । কোনও মিটিং মিছিল নয়। শুক্রবার মুখ্যসচিব বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে। ২৬ জানুয়ারিও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করা হবে না। বেশি লোককে আমন্ত্রণ জানানো হবে না। গতবারের থেকেও অনুষ্ঠানের পরিসর কমবে। সংক্রমণ না বাড়ে তার জন্যই কঠোর নিয়মের পাশাপাশি উৎসবে রাশ টানছে সরকার।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৬,৬৮৭ জন কলকাতা। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে এই জেলা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত সেখানকার ৪, ০১৮ জন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!