শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমফিলের ছাত্র সালাহউদ্দিন । ২০১৭ সালে গবেষণায় ব্যবহৃত চারটি সাদা ইঁদুর ছানাকে ছেড়ে দিতে বলা হয়। সুন্দর ছোটো ছানাগুলোকে বিড়াল কুকুর বা অন্য কোন প্রাণী খেয়ে ফেলতে পারে, এরকম আশঙ্কায় ছানাগুলোকে বাড়ি নিয়ে গিয়ে লালন-পালন করতে থাকেন ।পরে ওই ইঁদুরগুলি বাচ্চা দিতে থাকে । এবার ২০টি বাচ্চা কিনে নেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তখন সালাহউদ্দিন বুঝতে পারেন, ইঁদুরও কেনা-বেচা হয় এবং এখান থেকে অর্থ উপার্জন সম্ভব।
এরকম চিন্তা থেকেই ধীরে ধীরে ইঁদুর খামার গড়ে তোলেন সালাউদ্দিন । দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতে থাকেন । এ পর্যন্ত বিক্রি করেছেন দশ হাজার ইঁদুর। খামার গড়তে গিয়ে নানান মজার ও বিরূপ অভিজ্ঞতার মুখোমুখিও হয়েছেন তিনি । বিবিসির প্রতিনিধি শাহনেওয়াজ কবিরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে বলেছেন, বাংলাদেশে ইঁদুর ব্যবসার অপশন নেই, থাকলে ঘরোয়া বাজারে এবং বিদেশে বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব হত ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34