Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জুলাই ৮, ২০২২

ব্রিটেনে, প্রধানমন্ত্রীর কুর্সিতে এবার কে?

বিদেশি বংশোদ্ভূত প্রধানমন্ত্রীর সম্ভাবনা কতদূর?

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্রিটেনে, প্রধানমন্ত্রীর কুর্সিতে এবার কে?

বৃহস্পতিবার বরিস জনসনের ইস্তফার সঙ্গে সঙ্গে বিশ্ব জুড়ে জল্পনা শুরু হয়ে যায়, কে এবার তাঁর উত্তরসূরি? নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত বরিসই দ্বায়িত্ব সামলাবেন । কনজারভেটিভ পার্টির সম্মেলনে অবিলম্বে নতুন নেতাকে বেছে নেওয়া হবে । তোড়জোড় তুঙ্গে। কুর্সিতে বসার দৌঁড়ে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এঁদের দুজন ভারত-পাকিস্তানের বংশোদ্ভূত । ইনফোশিস পরিবারের জামাই ঋষি সুনক আর পাক বংশোদ্ভূত সাজিদ জাভিদ প্রধানমন্ত্রীত্বের দৌঁড়ে প্রথম সারিতে রয়েছেন। ভারত-পাকিস্তানের মধ্যে জাতীয় ভাবাবেগের এ আরেক অনিশ্চিত প্রতিদ্বন্দ্বীতা। ব্রিটিশ বুকিরা ঋষিকে নিয়ে বাজি লড়ছেন। অনেকেরই প্রাথমিক ধারনা, ঋষি ব্রিটেনের সম্ভাব্য প্রধানমন্ত্রী । কেন না, ওয়েস্টমিনস্টারে ক্ষমতায় তিনি দ্বিতীয় । করোনা মোকাবিলায় সুপরিচিত মুখ। কিন্তু পার্টিগেট কাণ্ডে বদনামের বাইরে নন। তাঁর পক্ষে বাজির দর ৪/১।

প্রাক্তন প্রতিরক্ষা সচিব পেনি মর্ডান্ট প্রধানমন্ত্রীত্বের দৌঁড়ে পিছিয়ে নেই। জাদরেল মহিলা । ক্ষমতায় এসে বরিস তাঁকে সরিয়ে দিয়েছিলেন ।এখনকার প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস । স্পষ্টভাষী আর সংবাদমাধ্যমের নজরে খুবই দুর্সাহসী । রুশ-ইউক্রেন যুদ্ধে ব্রিটেনের প্রতিক্রিয়া ব্যক্ত করার প্রশ্নে তাঁর জোরালো কণ্ঠস্বর শোনা গেছে। কেউ কেউ মনে করছেন , তিনিই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী।
পাক বংশোদ্ভূত সাজিদ জাভিদ ২০১৯ সালেই প্রধানমন্ত্রীত্বের দৌঁড়ে ছুটেছেন । প্রাক্তন চ্যান্সেলর ব্যক্তিগত সচিব। পরে স্বাস্থ্য সচিব হন । সাজিদ খুবই জনপ্রিয় । তিনিও এবার প্রধানমন্ত্রিত্বের আরেক দাবিদার।

প্রাক্তন বিদেশ সচিব লিজ ট্রুসও ছুটছেন । ব্যক্তিগত ভাবমূর্তি রক্ষা আর কূটনীতিকের ভূমিকায় তাঁর আন্তর্জাতিক সাফল্য প্রশ্নাতীত । তাঁকেও স্বপ্নময় করে তুলছে ব্রিটেনের সাম্প্রতিক পরিস্থিতি । এসব জল্পনা বাস্তবকে কতটা স্পর্শ করবে ? ব্রিটেন কি প্রধানমন্ত্রীর কুর্সিতে খাস ব্রিটিশ ছাড়া অন্য কাউকে মেনে নেবে? আদি সাদা চামড়া মূল্যে এখনও অমূল্য ।


  • Tags:
❤ Support Us
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
2024 Debasish
Advertisement
error: Content is protected !!