Advertisement
  • ন | গ | র | কা | হ | ন প্রচ্ছদ রচনা
  • আগস্ট ২৩, ২০২৩

চাঁদের দক্ষিণ মেরুতে সগৌরবে ভারতে বিক্রম। বিজ্ঞানের স্বপ্ন পূরণে উচ্ছ্বসিত গোটা বিশ্ব। বিস্ময়ে মিশে গেল মোদি মমতা সহ সবার কন্ঠ

আরম্ভ ওয়েব ডেস্ক
চাঁদের দক্ষিণ মেরুতে সগৌরবে ভারতে বিক্রম। বিজ্ঞানের স্বপ্ন পূরণে উচ্ছ্বসিত গোটা বিশ্ব। বিস্ময়ে মিশে গেল মোদি মমতা সহ সবার কন্ঠ

চাঁদ এখন হাতের মুঠোয়। পৃথিবীকে আমরা মা বলি, চাঁদকে মামা। ছেলেবেলায় আকাশের চাঁদকে দেখিয়ে কোন মা তাঁর সন্তানকে কোলে নিয়ে, চাঁদমামার গল্প শোনাননি? এমন ঘটনা বোধহয় ভারতে বিরল ! শেষ পর্যন্ত ইসরোর বিজ্ঞানীদের নিখুত গবেষণায় ঘড়ি ধরে ঠিক ৬টা বেজে ৪ মিনিটে চাঁদমামর বাড়িতে পৌঁছল ভারতের চন্দ্রযান-৩। চাঁদের দক্ষিণ মেরুতে এখন উড়ছে ভারতের জাতীয় পতাকা। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে ভারত প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছল।

একটা বিগ বাজেটের হিন্দি সিনেমা করতে ৬০০ কোটি টাকার বেশি টাকা খরচ হয় হামেশাই। কিন্তু মাত্র ৬১৫ কোটি টাকায় ভারতীয় বিজ্ঞানীরা এই চন্দ্রাভিযান সফল করলেন। ১৪৭ কোটি ভারতবাসীর আজ সত্যিই গর্বের দিন। এই ঘটনা দলমত নির্বিশেষে গোটা ভারতবাসীকে এক করল। গোটা বিশ্ব আজ ইসরোকে, ভারতবাসীকে দেখছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ আফ্রিকা  থেকে চন্দ্রযান-৩ এর সফট ল্যান্ডিংয়ের পর ইসরোর সব বিজ্ঞানী, তাদের পরিবারকে অভিনন্দ জানান ইসরোর চেয়ারম্যান এস সোমনাথকে ফোন করে। প্রধানমন্ত্রী গর্বিত ভঙ্গিতে বলেন, এই সাফল্য শুধু ভারতের নয়, সারা বিশ্বের। তাঁর কথায় তিনি বুঝিয়ে দেন, গোটা বিশ্বই একটা পরিবার। বললেন, ভারত পৌঁছল চাঁদমামার বাড়িতে।

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রযান-৩ -এর সফট ল্যান্ডিংয়ের বেশ কিছুক্ষণ আগেই ইসরোর বিজ্ঞানীদের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, চন্দ্রযান-৩, সঠিক সময়ে, সঠিক ভাবেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। বলেন, এই সাফল্য কোনও রাজনৈতিক দলের নয়, এই সাফল্য গোটা  ভারতবাসীর।
অন্যদিকে কংগ্রেসের রাহুল গান্ধি টুইট করে বলেছেন, ভারতের এই সাফল্য দশক ব্যাপী বিজ্ঞানিদের নিরলস প্রচেষ্টার সাফল্য।

কলকাতার বিভিন্ন স্কুল, কলেজে এমন কী শপিং মলে পর্যন্ত জায়েন্ট স্ক্রিন লাগিয়ে এই চন্দ্রযান-৩-এর সফট ল্যান্ডিং লাইভ সম্প্রচার হয়েছে। সারাদিন আজ দেশের বিভিন্ন প্রান্তে চন্দ্রাভিযান সফল করার জন্য পুজোপাঠ হয়েছে। ভারতবাসী আজ তাঁর ভাবনা, বিশ্বাস সব দিয়ে শুধু চেয়েছে, চাঁদে চন্দ্রযান -৩ -এর সফট ল্যান্ডিং যেন সফলভাবে হয়। শেষ পর্যন্ত সেটাই হল। মহাকাশ বিজ্ঞানে ইতিহাস গড়ল ভারত। রাশিয়া যা পারল না, ল্যান্ডার বিক্রম তা করে দেখাল।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
House publication
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!